TRENDING:

হরিদ্বারের বহমান গঙ্গা থেকে জল তুলে এনে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ধরলেন যুবক, যা দেখলেন… রীতিমতো চমকে গেলেন!

Last Updated:

আসলে এই ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না। তবে তা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হরিদ্বার: সোশ্যাল মিডিয়ায় এক-এক সময় এক-একটা ট্রেন্ড দেখা যায়। আজকাল এমনই এক ট্রেন্ড বেশ জনপ্রিয়। কিন্তু সেটা কী। আসলে মাইক্রোস্কোপের তলায় রেখে বিভিন্ন জিনিসকে দেখা হয়। আর এই ট্রেন্ডের ক্ষেত্রে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের তলায় খাবার থেকে শুরু করে নানারকম পানীয় রেখে দেখা হয়। আর তাতে ধরা পড়ে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়ার উপস্থিতি। আসলে এই ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না। তবে তা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ে। আর তাই গঙ্গাজলের বিশুদ্ধতা পরীক্ষা করার জন্য এক ব্যক্তি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন।
হরিদ্বারের বহমান গঙ্গা থেকে জল তুলে এনে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ধরলেন যুবক
হরিদ্বারের বহমান গঙ্গা থেকে জল তুলে এনে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ধরলেন যুবক
advertisement

আরও পড়ুন– তক্ষক নাগের ‘বংশধর’! রাঁচিতে বিরল প্রজাতির সাপ ঘিরে হইচই, আকাশে উড়তে পারে, দেখলে চমকে যাবেন

আর এর জন্য হরিদ্বার থেকে গঙ্গাজল সংগ্রহ করেছিলেন ওই ব্যক্তি। সেখাকার বহমান গঙ্গার জলের নমুনা তুলে নিয়ে বাড়ি গিয়ে একটি অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সেটি পরীক্ষা করে দেখতে থাকেন। কিন্তু যা দেখলেন, যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলেন না তিনি। এরপরে বড় একটি হাসপাতালের ল্যাবে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে গঙ্গাজলের ওই নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি। দুই ধরনের অণুবীক্ষণ যন্ত্র থেকে যা ফল বেরোল, তা প্রায় চমকপ্রদ।

advertisement

এক কণাও জীবাণু মেলেনি:

সাধারণত নদীর জল যখন অণুবীক্ষণ যন্ত্রের তলায় রাখা হয়, তখন তাতে নানা ধরনের জীবাণু এবং ব্যাকটেরিয়া দেখা যায়। আর সেই নদীর জল পান করা হলে সেই জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। কিন্তু যখন নিজের বাড়িতে ফিরে ওই ব্যক্তি গঙ্গা জল অণুবীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করেন, তখন চমকপ্রদ তথ্য তাঁর সামনে আসে। তিনি দেখেন সেই জলে একফোঁটাও জীবাণু অথবা ব্যাকটেরিয়া নেই। এরপরে হাসপাতালের শক্তিশালী লেন্সের মাধ্যমে একই পরীক্ষা করেন।

advertisement

আরও পড়ুন– অন্তঃসত্ত্বার ভাড়া লাগবে না, গাড়িতে নোটিস দিয়ে মন কাড়লেন ই-রিকশা চালক, নেটিজেনরা বলছেন মানবিকতা এখনও হারিয়ে যায়নি

চার দিন পর এল ফলাফল:

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

হাসপাতালের পরীক্ষাগারে অত্যন্ত শক্তিশালী লেন্স ব্যবহার করে ওই ব্যক্তি গঙ্গাজল পরীক্ষা করেও তাতে কিছু দেখতে পাননি। এরপর বিশেষজ্ঞদের দিয়েও পরীক্ষা করান তিনি। তাঁরাও গঙ্গাজলের মধ্যে কোনওরকম জীবাণু অথবা ব্যাকটেরিয়ার হদিশ পাননি। এরপর সেই জল কালচারের জন্য পাঠানো হয়েছিল। যার জন্য সময় লেগেছিল চার দিন। গঙ্গাজলের নমুনা পরীক্ষা করার পর তাতে কোনও পোকামাকড় বা কিছুই দেখা যায়নি। ল্যাব বিশেষজ্ঞদের মতে, এই জল পান করা যেতে পারে। আসলে গঙ্গাজল বিশুদ্ধ এবং পবিত্র। কখনওই নষ্ট হয়না। এটা কোনও মিথ্যা নয়। একেবারেই সত্য এই তথ্য। আপাতত এই ভিডিও দেখে গঙ্গাজলের মাহাত্ম্য নিয়েই কথা বলছেন নেটিজেনরা। আবার কমেন্ট বাক্সে অনেককেই মা গঙ্গার স্তব জপ করতে দেখা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হরিদ্বারের বহমান গঙ্গা থেকে জল তুলে এনে অণুবীক্ষণ যন্ত্রের তলায় ধরলেন যুবক, যা দেখলেন… রীতিমতো চমকে গেলেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল