TRENDING:

Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি

Last Updated:

Boyfriend on Rent: গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়ফ্রেন্ড লাগবে? পেয়ে যাবেন ভাড়ায়৷ অভিনব পরিষেবা নিয়ে হাজির গুরগাঁওয়ের এক যুবক৷ ভ্যালেন্টাইন্স ডে-তে এই পরিষেবা দিয়েছিলেন তিনি৷ ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা৷ প্রেম দিবসে তিনি এক লম্বা ইনস্টা পোস্ট দিয়েছিলেন৷ কোনও জড়তা বা ভনিতা ছাড়াই মন খুলে বলেছিলেন মানুষের জীবনে একাকিত্বের ভয়াবহতার কথা৷
ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা
ভাড়ার বিনিময়ে বয়ফ্রেন্ড হতে ইচ্ছুক এই তরুণের নাম শকুল গুপ্তা
advertisement

৩১ বছর বয়সি এই তরুণ স্বীকার করেছেন বন্ধুদের প্রেম করতে দেখে তিনি ঈর্ষান্বিত হয়ে পড়েছেন৷ তাঁরও মনে ধরেছিল কাউকে৷ কিন্তু সেই নারী তাঁকে বন্ধু হিসেবেই দেখে গিয়েছেন৷ প্রেমিক ভাবতে পারেননি৷

অবশেষে একাকিত্ব কাটাতে বেছে নিলেন উপায়৷ রথ দেখা, কলা বেচার মতো তিনি প্রেমিক-পরিষেবা দেবেন৷ নিজের ও অন্যের নিঃসঙ্গতা কাটানোর পাশাপাশি আবার উপার্জনও করবেন৷ গত ৫ বছর ধরে অবিবাহিত মহিলাদের তিনি এই পরিষেবা দিচ্ছেন৷

advertisement

আরও পড়ুন :  লটারিতে ১২.১৩ কোটি জিতে স্ত্রীকে গোপন, প্রাক্তনকে ফ্ল্যাট কিনে দিতেই সব ফাঁস, ঘোর সঙ্কটে যুবক

এ বছরও ভ্যালেন্টাইন্স ডে-এর আগে তিনি একটি ছবি পোস্ট করেন নিজের৷ সেখানে তিনি একটি বড় পোস্টার ধরেছিলেন৷ সেখানে লেখা ছিল ভাড়ায় পাওয়া যাবে প্রেমিক৷ তাঁর হাতে ধরা ছিল লাল গোলাপ৷ তবে তিনি জানিয়েছেন তাঁর এই উদ্যোগ শরীরের খিদে মেটানো বা অর্থ উপার্জনের জন্য নয়৷ পরিবর্তে তিনি এই মধুমাসে একাকী হৃদয়দের পাশে থাকতে চান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁর এই পোস্ট দ্রুত ভাইরাল হয়ে যায়৷ ফোনের ইনবক্স ছাপিয়ে আসে শতাধিক মেসেজ৷ তবে সবার সঙ্গে তো আর প্রেমের সময় যাপন করা হয়ে ওঠে না৷ ৫ বছর ধরে পরিষেবা শুরুর পর আজ পর্যন্ত ৫০ বারের বেশি ডেটিংয়ে গিয়েছেন তিনি৷ রেস্তরাঁ, লং ড্রাইভ, গভীর সংলাপ-নানা ধরনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে৷ নেট মহলে তাঁর এই পরিষেবা নিয়ে প্রচুর ঠাট্টা ইয়ার্কি হলেও তিনি নিজের কাজে অবিচল৷ তাঁর কথায়, ‘‘যদি আপনার একা লাগে, সঙ্গীর অভাব বোধ করেন তাহলে তাহলে আমার কাছে আসতে কুণ্ঠা বোধ করবেন না৷ ভাড়ার অর্থের বিনিময়ে আমি আপনাকে আপনার জীবনের সেরা ডেট উপহার দেব৷’’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Boyfriend on Rent: বয়ফ্রেন্ড ভাড়া চাই? অর্থের বিনিময়ে এই যুবক আপনার প্রেম-সঙ্গী হতে রাজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল