প্রতিটি মানুষেরই জীবনে একজন করে গুরু থাকেন জীবনের চলার পথে যাঁর আদর্শে জীবন হয়ে ওঠে সত্যিকারের সুন্দর ৷ গুরু অর্থাৎ যাঁর আদর্শই প্রতিফলিত হয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই ৷ প্রত্যেকের জীবনের প্রথম গুরুই হলেন বাবা ও মা ৷ তাঁরা গুরুও বটে জাগ্রত দেবতাও বটে ৷ বাবা, মায়ের থেকে বড় গুরু আর কেই বা হতে পারে ? বাবা, মায়ের আশীর্বাদ মাথায় থাকলে জয় করা সম্ভব হয় পৃথিবীর যে কোনও যুদ্ধ ৷
advertisement
গুরু পূর্ণিমা প্রধানত পূর্ণিমা তিথিতেই পালিত হয়ে থাকে ৷ প্রধানত জুন বা জুলাই মাসেই আমরা গুরু পূর্ণিমা পালন করে থাকি ৷ এই বছর গুরু পূর্ণিমার দিনটি ২৭ জুলাই ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে ৷ তাই দিনের শুরু হোক গুরু প্রণাম দিয়েই ৷
আরও পড়ুন : কন্যা রাশিদের জন্য সুখবর ! আজই কেটে যাবে এতদিনের বাধা বিপত্তি
advertisement
Location :
First Published :
July 27, 2018 8:49 AM IST
