TRENDING:

নিজের ব্যবসাই ভবিষ্যৎ! চাকরি না পেয়ে চায়ের দোকান থেকে ফুড ট্রাক, উন্নতির আখ্যান গ্র্যাজুয়েট চায়েওয়ালির

Last Updated:

ধীরে ধীরে নিজের স্বপ্নের পাখা মেলতে শুরু করেছেন প্রিয়াঙ্কা৷ ছোট চায়ের দোকান ছেড়ে এবার তিনি আসছেন ট্রাকে করে খাবার বেচতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: বিহারের গ্র্যাজুয়েট দিদি চায়ের দোকান ছেড়ে এবার বেরবেন ফুড ট্রাক নিয়ে৷ অর্থাৎ আর ছোট দোকান নয়, একেবারে বড় ট্রাকে করেই সকলের কাছে চা, খাবার নিয়ে পৌঁছে যাবেন তিনি৷ অনেক স্বপ্ন নিয়ে ইকোনমিক্সে স্নাতক হন বিহারের প্রিয়াঙ্কা গুপ্তা৷ চাকরির জন্য বহু চেষ্টা করেছেন৷ তবে শেষ পর্যন্ত চাকরি না মেলায়, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে নেন প্রিয়াঙ্কা৷ পটনা উইমেন্স কলেজের সামনে খোলেন চায়ের দোকান৷ সেই খবর ও ভিডিও ভাইরাল হয়৷ এবার ধীরে ধীরে নিজের স্বপ্নের পাখা মেলতে শুরু করেছেন প্রিয়াঙ্কা৷ ছোট চায়ের দোকান ছেড়ে এবার তিনি আসছেন ট্রাকে করে খাবার বেচতে৷ শুধু চা নয়, এতে থাকবে হরেক রকম মুখরোচক খাবারও৷ অর্থাৎ ছোট দোকান থেকে এবার কিছুটা বড় হচ্ছে তাঁর ব্যবসা৷ প্রিয়াঙ্কা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে, ইচ্ছে থাকলে উপায় হয়৷ এর পাশাপাশি, নিজের ব্যবসার মাধ্যমে যুব সম্প্রদায়ের কাছে বার্তাও দিলেন প্রিয়াঙ্কা৷ চাকরি না পেয়ে হাপিত্যেশ করা নয়, নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করা যায়, তা বুঝিয়ে দিলেন বিহারের চায়েওয়ালি দিদি!
প্রিয়াঙ্কা গুপ্তা, বিহারের গ্র্যাজুয়েট চায়েওয়ালি
প্রিয়াঙ্কা গুপ্তা, বিহারের গ্র্যাজুয়েট চায়েওয়ালি
advertisement

আরও পড়ুন ভালবাসা নাকি পাগলামি? স্ত্রীর মরদেহ ২১ বছর আঁকড়কে কী প্রমাণ করলেন বৃদ্ধ!

স্নাতক চা বিক্রেতার খবর ভাইরাল হওয়ার পর, এক শুভাকঙ্খী প্রিয়াঙ্কাকে ফুডট্রাকের কথা জানান৷ ট্রাকটি তিনিই প্রিয়াঙ্কাকে দিতে চান৷ প্রথমে ইতস্তত করলেও পরে সেই প্রস্তাব গ্রহণ করেন তিনি৷ শর্ত দেন, ধীরে ধীরে ট্রাকের ভাড়া মিটিয়ে দেওয়ার৷ এবার সেই ট্রাকে খাবার বিক্রি শুরু পরিকল্পনা করেছেন প্রিয়াঙ্কা৷ কাজের জন্য আরও কয়েকজনকে নিযুক্ত করবেন৷ চায়ের সঙ্গে থাকবে স্ন্যাক্সও৷

advertisement

advertisement

বেনারসের মহাত্মা গান্ধি কাশি বিদ্যাপীঠ থেকে ইকনমিক্সে গ্র্যাজুয়েশনের পর থেকে টানা দু’বছর চাকরির জন্য চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা গুপ্তা৷ বিভিন্ন ব্যাঙ্কের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছিলেন৷ কিন্তু কিছুতেই কিছু না হওয়ায়, শেষে ব্যবসার পথে হাঁটেন৷ বাড়ি ফিরে যেতে চাননি খালি হাতে৷ তাই শুরু হয় তাঁর লড়াই৷ চায়ের দোকান তৈরি করেন৷ তাঁর চায়ের দোকানে পাওয়া যায় পান চা, চকোলেট চা৷ নিজের তৈরি চায়ের দোকান নিয়ে খুবই উচ্ছ্বসিত ও গর্বিত প্রিয়াঙ্কা৷ তিনি বলছেন, 'সরকারের আত্মনির্ভর ভারতের কর্মসূচী হিসেবে এই দোকান খুলেছি আমি৷ নিজের পায়ে নিজে দাঁড়নোর মতো আনন্দ আর কিছুতে নেই'৷

advertisement

আরও পড়ুন Salary increment: বিয়ে করলেই কর্মীদের বেতন বাড়ানোর নিয়ম করেছে কোন IT সংস্থা?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

চায়ের দোকানের সামনে লেখা রয়েছে 'আত্মনির্ভর ভারতের উদ্যোগ, সোচ মত, চালু কর দে'৷ অর্থাৎ চিন্তা করো না, শুরু করে দাও! তবে শুধু প্রিয়াঙ্কা নন, সম্প্রতি এমন অনেক শিক্ষিত যুব নিজের ব্যবসা শুরু করেছেন, তা সে চায়ের দোকান হোক বা অন্য কিছু৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নিজের ব্যবসাই ভবিষ্যৎ! চাকরি না পেয়ে চায়ের দোকান থেকে ফুড ট্রাক, উন্নতির আখ্যান গ্র্যাজুয়েট চায়েওয়ালির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল