উত্তরভারতের এই মন্দিরে ভক্তের সমাগম হয় প্রচুর ৷ পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখান্ড, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে দর্শনার্থীরা আসেন ৷ ৫দিনের জন্যই এই মূর্তি গড়া হয় ৷ ২০শে জানুয়ারি দেবীর অবয়বের থেকে সরিয়ে ফেলা হয় ঘিয়ের আস্তরণ ৷ যা প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ৷
আরও পড়ুনমকর সংক্রান্তিতে কেন খাওয়া হয় পায়েস, কেনই বা গঙ্গাস্নান, জেনে নিন
advertisement
বিশ্বাস রয়েছে যে এই ঘিয়ে ওষুধ হিসেবে কাজ করে ৷ ত্বকের কোন গুরুত্বর রোগ বা গাঁটে ব্যাথা সারে এই ঘি লাগালেই ৷ কথিত আছে , রাক্ষসদের সঙ্গে লড়াইয়ে ব্রজেশ্বরী দেবী আঘাত পান ৷ মকর সংক্রান্তিতেই ঘি দিয়ে সুশ্রুষা করেই তিনি সেরে ওঠেন ৷ তাই এমন ব্যবস্থা রয়েছে তাঁর মন্দিরে ৷
advertisement
Location :
First Published :
January 14, 2019 6:40 PM IST