TRENDING:

মকর সংক্রান্তিতে হাজার-হাজার কিলো ঘি দিয়ে তৈরি হয় এই দেবীমূর্তি !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিমলা: মকর সংক্রান্তিকে ঘিরে নানা নিয়মনীতি পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তেমনই এক প্রাচীন নিয়ম রয়েছে হিমাচল প্রদেশের ব্রজেশ্বরী দেবীর মন্দিরে ৷ আড়াই হাজার কেজি দেশী ঘি দিয়ে তৈরি হচ্ছে দেবির মূর্তি !এটাই রীতি এই মন্দিরের ৷ ১০১বার গঙ্গাজল দিয়ে পবিত্র করার প্রক্রিয়া চলে, তারপরই তৈরি হয় দেবীর ঘিয়ের মূর্তি ৷ সংক্রান্তির দিন সাধারণের জন্য মন্দির খোলে ৷
advertisement

উত্তরভারতের এই মন্দিরে ভক্তের সমাগম হয় প্রচুর ৷ পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখান্ড, দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে দর্শনার্থীরা আসেন ৷ ৫দিনের জন্যই এই মূর্তি গড়া হয় ৷ ২০শে জানুয়ারি দেবীর অবয়বের থেকে সরিয়ে ফেলা হয় ঘিয়ের আস্তরণ ৷ যা প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ৷

আরও পড়ুনমকর সংক্রান্তিতে কেন খাওয়া হয় পায়েস, কেনই বা গঙ্গাস্নান, জেনে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বিশ্বাস রয়েছে যে এই ঘিয়ে ওষুধ হিসেবে কাজ করে ৷ ত্বকের কোন গুরুত্বর রোগ বা গাঁটে ব্যাথা সারে এই ঘি লাগালেই ৷ কথিত আছে , রাক্ষসদের সঙ্গে লড়াইয়ে ব্রজেশ্বরী দেবী আঘাত পান ৷ মকর সংক্রান্তিতেই ঘি দিয়ে সুশ্রুষা করেই তিনি সেরে ওঠেন ৷ তাই এমন ব্যবস্থা রয়েছে তাঁর মন্দিরে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মকর সংক্রান্তিতে হাজার-হাজার কিলো ঘি দিয়ে তৈরি হয় এই দেবীমূর্তি !