আরও পড়ুন– কলেজে ফেয়ারওয়েল স্পিচ দিতে দিতে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন! মৃত্যু ২০ বছরের তরুণীর
বিষয় বিশুদ্ধ প্রেমের। জানা গিয়েছে যে গাজিয়াবাদের এক যুবক শহরের এক পেট্রোল পাম্পে কর্মরতা এক যুবতীর প্রেমে পড়েন। তিনি যখন ওই পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসেন, তখন ওই যুবতী তাঁর হৃদয় হরণ করেন বলেই খবর। এবার যুবকের কাছে প্রেমাস্পদের দেখা পাওয়ার উপায় একটাই- পেট্রোল পাম্পে যাওয়া। তিনি তা-ই অতএব শুরু করলেন!
advertisement
তবে, নিজের গাড়ির জন্য আর কত জ্বালানি লাগে! রোজ রোজ তা লাগার কথাও নয়। তাই ওই যুবক রোজ একটা করে নতুন গাড়ি নিয়ে ওই পেট্রল পাম্পে আসতে শুরু করে দেন। কোনও দিন তাঁর সঙ্গে থাকত দু-চাকা, কোনও দিন আবার চার-চাকা গাড়ি নিয়ে হাজির হয়ে যেতেন তিনি। তবে তাঁর ভদ্রতাবোধ অত্যন্ত নিখুঁত, কোনও ভাবেই যুবতীকে বিরক্ত করতেন না তিনি, অত্যন্ত সজাগ থাকতেন সে বিষয়ে। স্রেফ তেল ভরে নিয়ে চলে যেতেন। সঙ্গে এক বন্ধুও থাকতেন অবশ্য। আর হ্যাঁ, যাঁকে ভালবেসেছেন, তিনি ছাড়া পেট্রোল পাম্পের আরও কাছ থেকে গাড়ি ভর্তি করতেন না।
যুবকের এই কীর্তির এক ঝলক এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরই কোনও বন্ধু সম্ভবত সেই ভিডিও তুলেছেন। তাতে নানা পোশাকে, নানা ঋতুতে দেখা যাচ্ছে তাঁদের। বোঝাই যাচ্ছে, বিষয়টা এক-দুদিনের নয়, তবে ঠিক কত দিন এই প্রেমিকার মন জয়ের প্রচেষ্টা চলেছে, তা বলা হয়নি। যাই হোক, এখন সেই সবের টুকরো টুকরো ঝলক দেখে মুচকি হাসছেন নেটিজেনরা। পেট্রোল পাম্পে কর্মরতা ওই যুবতীকেও ভিডিওয় হাসতে দেখা গিয়েছে। আর তা দেখা মাত্রই মন্তব্য করতে শুরু করে দিয়েছে নেটিজেনরা- তাঁরও এই সম্পর্কে সায় আছে, তিনি আগাগোড়াই বিষয়টাকে প্রশ্রয় দিয়ে এসেছেন!