এই ঘটনাটি আদতে ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক থানা এলাকায়। ওই থানার পুলিশ টিম ডাকাতির অভিযোগে গ্রেফতার করে দুই অভিযুক্তকে। এরপর ঘটনাস্থল থেকে ওই অভিযুক্তদের কাছ থেকে সোনার চেন, ৩২০০ টাকার অন্যান্য লুঠের সামগ্রী এবং স্কুটি উদ্ধার করা হয়েছে।
advertisement
গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক থানা এলাকার অজনারা মার্কেটে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই হয়। এই বিষয়ে একটি মামলা দায়ের হয়। চুরি যাওয়া চেন উদ্ধার এবং ছিনতাইবাজদের গ্রেফতার করার জন্য দল গঠন করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে, এই কাজে জড়িত রয়েছে এক মহিলাও। আর অভিযুক্ত সেই মহিলা স্কুটিতে চেপে যাতায়াত করত। এরপর আশপাশের মানুষের থেকে তথ্য নিয়ে সিসিটিভি পরীক্ষা করে এবং নজরদারি চালিয়ে অভিযুক্তকে পাকড়াও করা হয়।
ওই ডাকাতির ঘটনায় অভিযুক্ত বিবেক পাণ্ডে পাণ্ডব নগর স্কার্ডি গ্রিন সোসাইটির বাসিন্দা। যদিও তার আসল বাড়ি অযোধ্যা জেলার গুসাইনগঞ্জ থানা এলাকার মাথিয়া গ্রামে। অভিযুক্ত বিবেক পাণ্ডের স্ত্রী কীর্তি শর্মাও এই কাজে জড়িত। ক্রসিং রিপাবলিক থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট থানার পুলিশের দলটি। একটি স্কুটি, একটি ছিনতাই করা চেন এবং ৩২০০ টাকার লুঠের সামগ্রী তাদের কাছ থেকে বাজেয়াপ্তও করা হয়েছে।
জেরার মুখে অভিযুক্তরা জানায় যে, “আমরা এইচডিএফসি ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছিলাম। যার ইনস্টলমেন্ট সময়ে পরিশোধ করা হয়নি। আর ব্যাঙ্ক সেই টাকা রিকভার করার জন্য আমাদের উপর ক্রমাগত চাপ দিচ্ছিল। এই পরিস্থিতিতে টাকার প্রয়োজনে আমরা এক মহিলার কাছ থেকে সোনার চেন ছিনতাই করি। এর আগে আমরা ইস্ট গ্লোরিয়া মার্কেট ক্রসিং রিপাবলিকের কাছে এক মহিলার কাছ থেকে সোনার চেন ছিনতাই করেছি। একপ্রকার বাধ্য হয়েই পথচলতি মানুষের কাছে অত্যন্ত সস্তায় আমরা চেনটি বিক্রি করে দিয়েছি।”