মূলত এই উৎসব মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়াতে ধুমধাম করে পালন করা হলেও বর্তমানে বহু জায়গায় গণেশ চতুর্থী উৎসবে মাতেন বিভিন্ন প্রান্তের মানুষেরা ৷ যদি গণেশ চতুর্থীর দিন দেশের কোনও বড় মন্দিরে যদি যাওয়ার পুরিকল্পনা থাকে সেক্ষেত্রে এই তালিকা অত্যন্ত কাজে আসবে ৷ মনে করা হয় এই সমস্ত মন্দিরে গণপতি দর্শনে বিশেষ সিদ্ধিলাভ করতে পারেন ভক্তরা ৷ জীবনের চলমান বা আসন্ন সমস্যা দূর হতে পারে অতি সহজেই ৷
advertisement
সিদ্ধিদাতা গণেশের সব থেকে পরিচিত মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির ৷ মুম্বইয়ের এই প্রসিদ্ধ মন্দিরে সারা বছর ধের ভক্ত সমাগম হয়ে থাকে ৷ তবে গণেশ চতুর্থীর এই বিশেষ মুহূর্তে দেশের নানান প্রান্ত থেকে সেলিব্রিটিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ৷
আরও পড়ুন: Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে
শ্রীমত দগদূর্গেঠ হালবাই গণপতি মন্দির, পুণের এই বিখ্যাত মন্দিরে সিদ্ধিদাতা গণেশের মন্দির অত্যন্ত জনপ্রিয় ৷ এই মন্দিরকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় ঘটনা আছে ৷ এই মন্দিরের নির্মাণ করেন দগদূর্শেঠ ও তাঁর স্ত্রী লক্ষ্মীবাঈ করেছিলেন যখন তাঁদের সন্তানের মৃত্যু প্লেগের কারণে হয়েছিল ৷ সারা বছরে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়ে থাকে এখানে ৷
আরও পড়ুন: Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে
আদি বিনায়ক মন্দির তামিলনাড়ুর তিরুবরু জেলায় সিদ্ধিদাতা গণেশের মন্দির অত্যন্ত জাগ্রত ৷ এই মন্দিরে আদি বিনায়ক মূর্তি অর্থাৎ গণেশের মূর্তি এক্কেবার মানুষের মত দেখতে সেই রকমের মূর্তিতে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করা হয় ৷ দূরদূরান্ত থেকে এখানে বিপুল ভক্ত সমাগম হয়ে থাকে ৷