TRENDING:

Ganesh Chaturthi 2022: দেশের সেরা গণেশ মন্দির! সিদ্ধিদাতাকে একবার দর্শনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে

Last Updated:

Ganesh Chaturthi 2022: সিদ্ধিদাতাকে দর্শনেই সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: গণেশ ভক্তদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সারা বছর ধরেই অপেক্ষা করেন ভক্তরা ৷ সেই দিনই বর্তমানে অত্যন্ত কাছে পৌঁছেছে ৷ ৩১ অগাস্ট ২০২২ থেকে আগামী ১০ দিন সারা দেশ জুড়ে গণেশ চতুর্থীর পূজার্চনা চলবে ৷ অনেকেই আছেন যাঁরা নিজেদের ঘরেই সিদ্ধিদাতা গণেশের মূর্তি প্রতিষ্টিত করেছেন ৷
advertisement

মূলত এই উৎসব মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়াতে ধুমধাম করে পালন করা হলেও বর্তমানে বহু জায়গায় গণেশ চতুর্থী উৎসবে মাতেন বিভিন্ন প্রান্তের মানুষেরা ৷ যদি গণেশ চতুর্থীর দিন দেশের কোনও বড় মন্দিরে যদি যাওয়ার পুরিকল্পনা থাকে সেক্ষেত্রে এই তালিকা অত্যন্ত কাজে আসবে ৷ মনে করা হয় এই সমস্ত মন্দিরে গণপতি দর্শনে বিশেষ সিদ্ধিলাভ করতে পারেন ভক্তরা ৷ জীবনের চলমান বা আসন্ন সমস্যা দূর হতে পারে অতি সহজেই ৷

advertisement

সিদ্ধিদাতা গণেশের সব থেকে পরিচিত মন্দির সিদ্ধিবিনায়ক মন্দির ৷ মুম্বইয়ের এই প্রসিদ্ধ মন্দিরে সারা বছর ধের ভক্ত সমাগম হয়ে থাকে ৷ তবে গণেশ চতুর্থীর এই বিশেষ মুহূর্তে দেশের নানান প্রান্ত থেকে সেলিব্রিটিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ৷

আরও পড়ুন:  Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে

advertisement

শ্রীমত দগদূর্গেঠ হালবাই গণপতি মন্দির, পুণের এই বিখ্যাত মন্দিরে সিদ্ধিদাতা গণেশের মন্দির অত্যন্ত জনপ্রিয় ৷ এই মন্দিরকে ঘিরে বেশ কিছু আকর্ষণীয় ঘটনা আছে ৷ এই মন্দিরের নির্মাণ করেন দগদূর্শেঠ ও তাঁর স্ত্রী লক্ষ্মীবাঈ করেছিলেন যখন তাঁদের সন্তানের মৃত্যু প্লেগের কারণে হয়েছিল ৷ সারা বছরে লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়ে থাকে এখানে ৷

advertisement

আরও পড়ুন: Kaushiki Amavasya 2022|| কৌশিকী অমাবস্যায় জমজমাট কঙ্কালীতলা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম সতীপীঠে

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মী পুজোয় লক্ষ্মীলাভ কি তবে অধরা! বড় আর্থিক ধাক্কার আশঙ্কা
আরও দেখুন

আদি বিনায়ক মন্দির তামিলনাড়ুর তিরুবরু জেলায় সিদ্ধিদাতা গণেশের মন্দির অত্যন্ত জাগ্রত ৷ এই মন্দিরে আদি বিনায়ক মূর্তি অর্থাৎ গণেশের মূর্তি এক্কেবার মানুষের মত দেখতে সেই রকমের মূর্তিতে অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করা হয় ৷ দূরদূরান্ত থেকে এখানে বিপুল ভক্ত সমাগম হয়ে থাকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Ganesh Chaturthi 2022: দেশের সেরা গণেশ মন্দির! সিদ্ধিদাতাকে একবার দর্শনের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল