TRENDING:

Viral Video: দেশি গানে বিদেশী পর্যটকদের মন মাতানো নাচ! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ভিডিও

Last Updated:

Foreign Tourists Dance On Chunnari Chunnari Song: রাজস্থানের একটি পেট্রোল পাম্পের দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজস্থানের একটি পেট্রোল পাম্পের দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে—কয়েকজন বিদেশি পর্যটক হঠাৎ করেই বলিউডের জনপ্রিয় গান ‘চুনরি চুনরি’-তে নাচতে শুরু করেছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে হাসি, আনন্দ ও কৌতূহলের ঝড় উঠেছে।
News18
News18
advertisement

ভিডিওটি মূলত শুরু হয় যখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্র্যাক্টরের চালক তার গাড়ির স্পিকারে বাজতে থাকা গানের ভলিউম বাড়িয়ে দেন। দেশি সুরের এমন উৎসবমুখর পরিবেশে বিদেশি পর্যটকরা নিজেদের সামলাতে না পেরে নাচে মেতে ওঠেন। তাদের এই উচ্ছ্বাস দেখে আশেপাশের মানুষেরাও মুহূর্তটি উপভোগ করতে থাকেন।

ইনস্টাগ্রামে @explore_with_bali নামের একটি অ্যাকাউন্ট থেকে “রাজস্থান বাইক ট্রিপ” ক্যাপশনসহ ভিডিওটি শেয়ার করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে। ভিডিওতে দেখা যায়, পেট্রোল পাম্পে দাঁড়ানো পর্যটকরা প্রথমে হাঁটাহাঁটি করছিলেন। কিন্তু গান বাজতেই একে একে সবাই নাচে যোগ দেন এবং পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

advertisement

গানটি যত এগোতে থাকে, নাচের সঙ্গে যুক্ত হয় পুরো দল। শুধু পর্যটকরাই নয়, পাম্পে উপস্থিত অন্যান্য লোকজনও হাসিমুখে তাদের উৎসাহ দিতে থাকেন। অনেকেই মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ভিডিওটি মূলত দেখায় বলিউড সঙ্গীতের প্রতি বিদেশিদের আগ্রহ কতটা প্রবল।

উল্লেখ্য, ‘চুনরি চুনরি’ গানটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া বিবি নম্বর ১ সিনেমার জনপ্রিয় গান, যা সালমান খান ও সুস্মিতা সেনের ওপর চিত্রায়িত ছিল। প্রায় দুই দশক পার হলেও এখনও গানটি দেশ-বিদেশে মানুষের মনোরঞ্জন করে চলেছে। ফলে বিদেশিদের এমন স্বতঃস্ফূর্ত নাচ সবার নজর কেড়ে নিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ IND vs SA: এবার গম্ভীরের সমালোচনায় সরব রবি শাস্ত্রী, বর্তমানকে বড় কথা বলে দিলেন প্রাক্তন কোচ

সেরা ভিডিও

আরও দেখুন
কাচের বোতলে ভরা টুকরো 'জীবন', কাগজ-কাপড়-সুতোয় বাংলার গোবিন্দর এমন কীর্তি দেখে অবাক দেশ!
আরও দেখুন

ভিডিওতে মানুষের প্রতিক্রিয়াও বেশ মজার। একজন মন্তব্য করেছেন—“আজ ট্র্যাক্টরের স্পিকারের দাম উঠল!” আরেকজন লিখেছেন—“এই ট্র্যাক্টর তো চলতা-ফিরতা ডিজে!” নেটিজেনদের এসব প্রতিক্রিয়া ভিডিওটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। রাজস্থানের পেট্রোল পাম্পের এই আনন্দঘন দৃশ্য ভারতের অতিথিপরায়ণতা ও বলিউড-প্রেমকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দেশি গানে বিদেশী পর্যটকদের মন মাতানো নাচ! সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল