আজ সেই কপালের ভাঁজের বিষয়েই আলোচনা করে নেওয়া যাক। যেমন – কারওর দিকে কঠোর চাহনি দিলে কপালের ক’টা উল্লম্ব ভাঁজ দেখা যায়? একটাই উল্লম্ব ভাঁজ? না কি দু’টো উল্লম্ব ভাঁজ? না কি তার থেকেও বেশি? আজ কপালের ভাঁজের প্রকারভেদ এবং মানুষের ব্যক্তিত্বের সম্পর্কের বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
আরও পড়ুন: খুব ইচ্ছে ছিল পার্থর, বাধ সাধেন জ্যোতিপ্রিয়! গ্রেফতার দুই নেতার ‘লড়াইয়ে’ নেত্রী হওয়া হল না অর্পিতার
কপালে একটামাত্র উল্লম্ব ভাঁজ:
যাঁদের ক্ষেত্রে এমনটা দেখা যায়,তাঁরা মূলত দৃঢ়, অবিচল এবং দৃঢ়চেতা প্রকৃতির হন। সব সময় লক্ষ্যে স্থির থাকা মানুষগুলির কাজের কঠোর এথিক রয়েছে। তাঁরা সাধারণত বুদ্ধির অধিকারী এবং ক্ষমতাশালী। তবে অনেকেই এঁদেরকে স্বার্থপর এবং আনরোমান্টিক বলে মনে করেন। তাঁরা প্রচণ্ড অহঙ্কারী এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী প্রকৃতির হয়ে থাকেন।
আরও পড়ুন: এমনই ভরসা, না দেখেই ফাইলে সই জ্যোতিপ্রিয়র, বাকিবুরের আর কত সম্পত্তি বাকি? মাথায় হাত ইডি-রও
কপালে দু’টি উল্লম্ব ভাঁজ:
যাঁদের ক্ষেত্রে এমনটা দেখা যায়, তাঁরা সাধারণত বুদ্ধির অধিকারী এবং ভাবুক প্রকৃতির হয়ে থাকেন। আর সব কিছু এঁরা খুঁটিয়ে বিশ্লেষণ করতেই পছন্দ করেন। কঠোর পরিশ্রমী, উচ্চাকাঙ্ক্ষী এবং সফল বলেই অন্যদের কাছে পরিচিতি লাভ করেন। তবে কখনও কখনও তাঁরা উত্তেজিত, স্ট্রেসড এবং পারফেকশনিস্ট হয়ে পড়তে পারেন। তাঁরা গভীর ভাবে ভাবনাচিন্তা করেন, ফলে জটিল চিন্তাভাবনা এবং সমস্যা উপভোগ করতে ভালবাসেন।
কপালে তিনটি উল্লম্ব ভাঁজ:
যাঁদের ক্ষেত্রে এমনটা দেখা যায়, তাঁরা সাধারণত জ্ঞানী, অভিজ্ঞতাসম্পন্ন এবং অন্তর্দৃষ্টিপূর্ণ হয়ে থাকেন। তাঁদের জীবনবোধ হয় গভীর। ফলে বিভিন্ন দিক থেকে নানা বিষয় বিচার করার ক্ষমতা রাখেন। তাঁরা প্রখর বুদ্ধির অধিকারী এবং মননশীল হন। তবে সিদ্ধান্ত নিতে সমস্যার সম্মুখীন হয়ে থাকে এই মানুষগুলির। কারণ সমস্ত বিকল্প প্রয়োজনের তুলনায় বেশি করে বিশ্লেষণ করেন তাঁরা। এঁদের মধ্যে নেতৃত্ব প্রদানের সহজাত একটা ক্ষমতা থাকে।