আরও পড়ুন- কীভাবে মোবাইল ফোন ধরেন আপনি? এরই মধ্যে লুকিয়ে আছে আপনি কেমন মানুষ সেই সত্য!
স্বভাব যায় না ম’লে! তাই এবার বিমানের জানলার পাশেও মিলল গুটখার পিকের দাগ! বিমানে সাধারণত এই ধরনের নোংরা অভ্যাস দেখা যায় না। কিন্তু সম্প্রতি এমনই এক ছবি ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে বিমানের জানলায় লাল গুটখার ছাপ! ছবিটি শেয়ার করেছেন আইএএস আধিকারিক অবনীশ শরণ।
advertisement
নির্দ্বিধায় বলা যায় বিমানের জানলার ধারে বসা কোনও যাত্রীই এ কাজ করেছেন। ট্রেন বা বাসের মতো জানলা খোলা না পেয়ে অগত্যা জানলার গায়েই থুতু ছিটিয়ে শোভা বাড়িয়েছেন তিনি। আইএএস অবনীশ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এই ধরনের কাজ করে নিজের পরিচয় দিয়েছেন ওই যাত্রী।”
আরও পড়ুন- রবিবারের ধাঁধাঁ! কার্পেটে লুকিয়ে রয়েছে আস্ত মোবাইল ফোন! দেখুন তো খুঁজে পান কী না
ছবিটি প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়েছে নেটিজেনদের মধ্যে। এই ধরণের আচরণের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সকলেই। যে যাত্রী ওই জানলার ধারের আসনে বসেছিলেন, তাঁকে খুঁজে বার করে যথোপযুক্ত শাস্তির দাবিও উঠেছে। অনেকেই আবার বলেছেন, এই ধরনের যাত্রীদের বিমানে ওঠাই নিষিদ্ধ করা হোক। তবে তাতে কি এই অভ্যাস বন্ধ হবে? এই প্রশ্নের উত্তর সম্ভবত অজানাই!