কুকুরটির নাম নবাব ত্যাগী, তার একটি নিজস্ব ইনস্টাগ্রাম পেজও রয়েছে। গত চার বছর ধরেই মন্দিরে যাচ্ছে সে। নবাবকে কেদারনাথ মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে রোহন জানান। কুকুর আসলে ঈশ্বরেরই অবতার।
আরও পড়ুন- "আমাদের ধর্ষণ করা বন্ধ করো": রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে কানে বিবস্ত্র হয়ে প্রতিবাদ
“সবাইকে হ্যালো! আমি নবাব (কুকুর) এবং আমার বয়স এখন ৪.৫ বছর। আমি গর্ব করে বলতে পারি যে আমি ৪ বছরে যতটা ভ্রমণ করেছি, ৭০ বছর বয়সী একজন মানুষও তত ভ্রমণ করতে পারবেন না। এবং এই সব ঘটেছে কারণ আমার বাবা-মা আমাকে সর্বত্র নিয়ে যান,” মন্দিরের বাইরের চত্বরে নবাবের নন্দীর মূর্তি স্পর্শ করার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে এমনটাই।
advertisement
অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী’ “#wesupportnawabtyagi” হ্যাশট্যাগ দিয়ে মন্তব্য করে রোহান এবং নবাবের প্রতি তাঁদের সমর্থন জুগিয়েছেন।
আরও পড়ুন- ভারতে মাঙ্কিপক্স সতর্কতা! বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষার নির্দেশ কেন্দ্রের
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে।