TRENDING:

Blogger Takes Pet Dog to Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে পোষ্য কুকুর! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর যুবকের বিরুদ্ধে!

Last Updated:

Dog in Kedarnath Temple: বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির দাবি, ব্লগারের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral: নিজের পোষ্যকে সবসময়ই সঙ্গে রাখতে চান অনেকেই। কারণ আর পাঁচজনের মতো পোষ্যই অনেকের পরিবারের সদস্য বা নিকটতম বন্ধু। সব সময় সঙ্গে রাখার এই স্নেহ থেকেই পুলিশি অভিযোগ দায়ের হল এক ব্যক্তির বিরুদ্ধে। নয়ডার এক ব্লগার তাঁর পোষা কুকুর নবাবকে কেদারনাথ মন্দিরে নিয়ে যান এবং তাকে তিলক পরিয়ে দেন, এর ফলেই ওই ব্লগারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি ব্লগার রোহন ত্যাগীর (কিছু ক্ষেত্রে বিকাশ ত্যাগী হিসাবেও নাম জানা গিয়েছে) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। কমিটির দাবি, ব্লগারের এই কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
advertisement

কুকুরটির নাম নবাব ত্যাগী, তার একটি নিজস্ব ইনস্টাগ্রাম পেজও রয়েছে। গত চার বছর ধরেই মন্দিরে যাচ্ছে সে। নবাবকে কেদারনাথ মন্দিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে রোহন জানান। কুকুর আসলে ঈশ্বরেরই অবতার।

আরও পড়ুন- "আমাদের ধর্ষণ করা বন্ধ করো": রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে কানে বিবস্ত্র হয়ে প্রতিবাদ

“সবাইকে হ্যালো! আমি নবাব (কুকুর) এবং আমার বয়স এখন ৪.৫ বছর। আমি গর্ব করে বলতে পারি যে আমি ৪ বছরে যতটা ভ্রমণ করেছি, ৭০ বছর বয়সী একজন মানুষও তত ভ্রমণ করতে পারবেন না। এবং এই সব ঘটেছে কারণ আমার বাবা-মা আমাকে সর্বত্র নিয়ে যান,” মন্দিরের বাইরের চত্বরে নবাবের নন্দীর মূর্তি স্পর্শ করার ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে এমনটাই।

advertisement

অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী’ “#wesupportnawabtyagi” হ্যাশট্যাগ দিয়ে মন্তব্য করে রোহান এবং নবাবের প্রতি তাঁদের সমর্থন জুগিয়েছেন।

আরও পড়ুন- ভারতে মাঙ্কিপক্স সতর্কতা! বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষার নির্দেশ কেন্দ্রের

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Blogger Takes Pet Dog to Kedarnath Temple: কেদারনাথ মন্দিরে পোষ্য কুকুর! ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর যুবকের বিরুদ্ধে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল