সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বের করব আমরা! আপাতত যে ছবিটা চোখের সামনে দেখা যাচ্ছে, সেটা তুলে ধরেছে এক অফিসের ছবি। ছবিটা দুই ভাগে বিভক্ত। এক ভাগে টানটান উত্তেজনায় দাঁড়িয়ে তিন কর্মী, তাঁদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ। অপর ভাগে চলছে এক চুরির তদন্ত। ঘরময় ছড়ানো অজস্র ফুটপ্রিন্ট, সেই পায়ের ছাপ দেখে একমনে পুলিশ ভাবছে চোর কে হতে পারে।
advertisement
বলাই বাহুল্য, ওই তিন কর্মীর মধ্যে থেকেই কারও একটা এ হেন কাজ, বুঝে নিতে অসুবিধা নেই, কিন্তু সেই গুণধর কে? সেটা তো খুঁজে বের করতে হবে, এর জন্য ৭ সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। পুলিশ যে কেন ধরতে পারছে না, সেই এক রহস্য!
চোর চেনা গেল? ফুটপ্রিন্ট যখন ক্লু, তখন তাকানো উচিত কর্মীদের পায়ের দিকে। দুই নারী হিল পরে আছেন, পুরুষটি ফ্ল্য়াট শ্যু। ঘরে যে পায়ের ছাপ, সেটাও হিলের নয়, জুতোরই। এবার সব বোঝা গেল তো?