TRENDING:

Bizarre News: বাবার নাম রাক্ষস, মা কারাফতান! আবেদনকারী এটা কে? বিহারের ভোটার তালিকায় যা হচ্ছে...ছবি দেখে অজ্ঞান

Last Updated:

Bihar Chunav Bizarre News: আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ভোটার কার্ড তৈরি নিয়ে যে হুলস্থূল চলছে, তা টেক্কা দিয়েছে সব কিছুকে! যে ব্যক্তি জীবিত নেই আদৌ, তাঁরও ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছে ভুল করে, এমন ঘটনাও ইতিপূর্বে প্রকাশ্যে এসেছে। কিন্তু আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ভোটার কার্ড তৈরি নিয়ে যে হুলুস্থূল চলছে, তা টেক্কা দিয়েছে সব কিছু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ সরকারি পরিচয়পত্র তৈরির কাজে কত যে ভুল থেকে যায়, সে বিষয় এত দিনে আমরা অনেকেই জেনে গিয়েছি। ভোটার, কার্ড, প্যান কার্ড, আধার কার্ডে ভুল পদবী বা সঠিক তথ্যের ভুল বানান তো খুবই সামান্য এক ঘটনা! যে ব্যক্তি জীবিত নেই আদৌ, তাঁরও ভোটার কার্ড তৈরি হয়ে গিয়েছে ভুল করে, এমন ঘটনাও ইতিপূর্বে প্রকাশ্যে এসেছে। কিন্তু আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ভোটার কার্ড তৈরি নিয়ে যে হুলুস্থূল চলছে, তা টেক্কা দিয়েছে সব কিছু।
বাবার নাম রাক্ষস, মায়ের নাম কারাফতান, আবেদনকারী একটা দানব; বিহারের ভোটার তালিকায় যা হচ্ছে...ছবিঃ এআই।
বাবার নাম রাক্ষস, মায়ের নাম কারাফতান, আবেদনকারী একটা দানব; বিহারের ভোটার তালিকায় যা হচ্ছে...ছবিঃ এআই।
advertisement

বিহারে একটি কুকুর এবং একটি ট্র্যাক্টরের আবাসিক সার্টিফিকেট তৈরির পর সরকারি কর্মচারীদের কর্মশৈলী নিয়ে একটি বড় প্রশ্ন উঠেছে। এখন, সেই ঘটনা প্রকাশ্যে আসার পর, জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তা সতর্ক হয়ে গিয়েছেন। এখন এই কারণেই মুজাফফরপুর জেলার দুটি ভিন্ন ব্লকে ভুয়ো নামে আবাসিকের আবেদন বাতিল করা হয়েছে, যেখানে একটি আবেদন মুখ্যমন্ত্রীর নামে এবং অন্যটি একটি পশুর নামে করা হয়েছে। এখন এই দুটি মামলাতেই এফআইআর দায়ের করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ টাইট ব্রা বা অন্তর্বাস পরলে স্তন ক্যানসার হয়? প্রাণঘাতী ‘এই’ রোগের লক্ষণ কী, কখন চিকিৎসকের কাছে যাবেন? সত্যিটা মহিলাদের অবশ্যই জানুন

প্রথম মামলাটি মুজাফফরপুর জেলার সরাইয়া ব্লকের। যেখানে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম এবং ছবি রেখে ভুয়ো উপায়ে একজনকে আবাসিক করার জন্য একটি অনলাইন আবেদন করা হয়েছিল, যেখানে মোবাইল নম্বরটিও ভুল ছিল। এরপর, বিষয়টি প্রকাশ্যে আসার পর, সরাইয়ার রাজস্ব কর্মী পুরো বিষয়টি সম্পর্কে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন এবং সরাইয়া থানায় একটি এফআইআর দায়ের করেন, যার পরে এখন সরাইয়া থানার পুলিশ এবং সাইবার পুলিশ বিষয়টি তদন্তে নিয়োজিত রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ দুরন্ত গতিতে ছুটছিল ট্রেন, আচমকা ব্রেক কষলেন লোকো পাইলট, রেললাইনে যা ছড়িয়ে পড়েছিল…! বিপজ্জনক ষড়যন্ত্র, বাঁচল শত শত প্রাণ

সেরা ভিডিও

আরও দেখুন
বিশ্ব দরবারে পৌঁছবে পুরুলিয়ার ঐতিহ্যের পলাশ ফুল! অনন্য উদ্যোগ জেলার ফুল চাষির
আরও দেখুন

আবেদনকারীর বাবার নাম রাক্ষস। পাশাপাশি এখন মুজাফফরপুর জেলার আওরাই ব্লক থেকে একটি নতুন মামলা সামনে এসেছে। এখানকার রাজস্ব কর্মী একটি আবেদন পেয়েছেন, যেখানে আবেদনকারী তাঁর নাম দারিন্দা, বাবার নাম রাক্ষস এবং মায়ের নাম কারাফতান লিখেছেন এবং আবেদনকারী ছবির জায়গায় রয়েছে একটি কার্টুন। সঙ্গের ঠিকানাটি আওরাই ব্লকের খেতালপুরের। এই আবেদনপত্র ২৪ জুলাই জমা দেওয়া হয়েছিল। এখন বিষয়টি রাজস্ব কর্মীর নজরে আসার পর আবেদনটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে রাজস্ব কর্মী তাঁর উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন এবং আওরাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন, যার পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bizarre News: বাবার নাম রাক্ষস, মা কারাফতান! আবেদনকারী এটা কে? বিহারের ভোটার তালিকায় যা হচ্ছে...ছবি দেখে অজ্ঞান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল