TRENDING:

'প্রচণ্ড ব্যথা হচ্ছিল, রাগে কামড়ে দিলাম'...উত্তরপ্রদেশে কালো গোখরো সাপের ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও!

Last Updated:

Snake Bite: হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন. সাপটি মারা যায়, পুণিত অ্যান্টিভেনম নিয়ে সুস্থ হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাপের ছোবলে মানুষের প্রাণসংশয়ের খবর আসে। এবার সাপকেই কামড়ে দিল মানুষ! অবাক লাগলে একদম সত্যি।উত্তর প্রদেশের হারদোই জেলায় সেই অবাক করা ঘটনা ঘটেছে। হারদোই জেলার তাদিয়াওয়ান থানার অন্তর্গত পুষ্পতালি গ্রামে ২৮ বছর বয়সি কৃষক পুণিত নিজের ধানক্ষেতে কাজ করছিলেন। কাজের ফাঁকে হঠাৎ এক কালো গোখরো সাপ তাঁর পায়ে জড়িয়ে ধরে কামড়ে দেয়।
হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন. সাপটি মারা যায়, পুণিত অ্যান্টিভেনম নিয়ে সুস্থ হন।
হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন. সাপটি মারা যায়, পুণিত অ্যান্টিভেনম নিয়ে সুস্থ হন।
advertisement

কিন্তু আতঙ্কিত না হয়ে পুণিত রাগে ফেটে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে তার ফণায় কামড়ে দেন! পুণিত পরে বলেন, “আমি মাঠে কাজ করছিলাম, হঠাৎ সাপটা এসে পায়ে জড়িয়ে কামড়ায়। প্রচণ্ড ব্যথা হচ্ছিল, কিন্তু সাহস হারাইনি। রাগে সাপটাকেই কামড়ে দিলাম।”

শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন

advertisement

চোখে দেখা না গেলেও, ফুলকপিতে থিকথিক করছে পোকা! সহজ পদ্ধতিতে গলগলিয়ে বের করে দিন, বার বার ধুতেও হবে না!

advertisement

হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন. সাপটি মারা যায়, পুণিত অ্যান্টিভেনম নিয়ে সুস্থ হন।

স্থানীয়রা জানান, কৃষকের কামড়ে সাপটি ঘটনাস্থলেই মারা যায়। পুণিত সচেতন অবস্থায় ছিলেন, যদিও গ্রামবাসীরা প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হারদোই মেডিকেল কলেজে নিয়ে যান।

advertisement

চিকিৎসকের মতে, ভাগ্যবান পুণিত

হারদোই মেডিকেল কলেজের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শের সিং জানান, “রাত প্রায় বারোটার দিকে পুণিতকে ভর্তি করা হয়। দেখতে পাই এটি সম্ভবত কিং কোবরা ছিল। আমরা অ্যান্টিভেনম দিই এবং সারারাত পর্যবেক্ষণে রাখি। সৌভাগ্যবশত, তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। পরদিন সকালে তাকে ছাড়া হয়।”

সেরা ভিডিও

আরও দেখুন
এত সোনা! অশোকনগরে এখন একজনই সেলিব্রেটি, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ 'সোনা কাকা'
আরও দেখুন

চিকিৎসক আরও সতর্ক করেছেন যে, এই ধরনের প্রতিক্রিয়া প্রাণঘাতী হতে পারত। উত্তর প্রদেশের গ্রামাঞ্চলে সাপের কামড়ের ঘটনা সাধারণ হলেও, পুণিতের এই অস্বাভাবিক প্রতিক্রিয়া এখন গ্রামজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, “রাগ বা ভয় যাই হোক, সাপকে কামড়ানো কোনও সমাধান নয় — এতে প্রাণনাশের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'প্রচণ্ড ব্যথা হচ্ছিল, রাগে কামড়ে দিলাম'...উত্তরপ্রদেশে কালো গোখরো সাপের ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল