TRENDING:

নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক ! আত্মীয়-পরিজনেরা যা বললেন… চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও

Last Updated:

Etah News : যুবকের নাম আয়ুব আলি। সে উত্তর প্রদেশের ইটাহ-র বাসিন্দা। আপাতত আয়ুবের অতীত সম্পর্কে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। তবে এই ঘটনায় মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রবিকান্ত শর্মা, ইটাহ: প্রয়াগরাজে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে মহাকুম্ভ। আর এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকতে কোটি কোটি মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। ফলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। কিন্তু এই নিরাপত্তার ফাঁক গলেই নাম ভাঁড়িয়ে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় প্রবেশের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই যুবকের নাম আয়ুব আলি। সে উত্তর প্রদেশের ইটাহ-র বাসিন্দা। আপাতত আয়ুবের অতীত সম্পর্কে তদন্ত করে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। তবে এই ঘটনায় মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক !
নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক !
advertisement

আরও পড়ুন– সাতপাক ঘোরার সময় বরের পিছনে পিছনে হাঁটছিলেন কনে, আচমকা নববধূর দিকে চোখ পড়তেই চমকে উঠলেন নেটিজেনরাও! ভাইরাল ভিডিও

অভিযোগ, নাম বদলে দাসনা মন্দিরের মহন্ত ইয়াতি নরসিমহানন্দের আখড়ায় প্রবেশ করতে চাইছিল আয়ুব। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার গ্রেফতারির পরেই নড়চড়ে বসেছে নিরাপত্তা সংস্থাগুলি। এদিকে গভীর রাতে দলবল নিয়ে ইটাহ-র আলিগঞ্জ শহরতলির লুহারি দরওয়াজা মহল্লায় আয়ুবের বাড়িতে যায় পুলিশ। সেখানে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

advertisement

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, মহাকুম্ভ মেলা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয় নিয়ে সে ইয়াতি নরসিমহানন্দের আখড়ায় প্রবেশ করার চেষ্টা করছিল। ধৃত ব্যক্তির আসল নাম আয়ুব আলি। অথচ আয়ুশ নাম ব্যবহার করে সে ওই আখড়ায় প্রবেশ তরতে চাইছিল। তদন্তে জানা গিয়েছে যে, আয়ুবের মা-বাবা জয়পুরে থাকেন। তার বাবার নাম শাকির এবং মায়ের নাম চুন্নি দেবী। কিন্তু আয়ুব কুম্ভ মেলায় কী মতলবে এসেছিল? আর কেনই বা সে ভুয়ো নাম-পরিচয় ব্যবহার করেছিল? সেটাই তদন্ত করে দেখার চেষ্টা করছে নিরাপত্তা সংস্থাগুলি।

advertisement

আরও পড়ুন– থানায় পৌঁছলেন সাব ইন্সপেক্টর, SHO কাছে এসে বললেন, ‘সত্যি করে বলুন, কতটা মদ খেয়েছেন’, তারপরই হুলস্থূল !

১-২ মাসে বাড়ি যেত আয়ুব:

আয়ুবের আত্মীয়া তবস্সুম বলেন, মাদকাসক্ত ছিল আয়ুব। মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করত সে। প্রতি ১-২ মাসে বাড়ি আসত। আবার আচমকাই বাড়ি ছেড়ে বেরিয়েও যেত। দাদুর মৃত্যুর পরে তিন-চার মাসে আগে আলিগঞ্জে এসেছিল আয়ুব। তার পাঁচ বোন রয়েছে। এদের মধ্যে একজন আবার বিবাহিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে একটুকরো ম্যাকাও, অথচ ভিতরে পুরোটাই সত্যজিৎ! আজব খেলা চলছে বীরভূমে
আরও দেখুন

অভিযুক্তের পরিবারেরই এক সদস্য আসমা বলেন যে, দাদুর মৃত্যুর পর আয়ুব এসেছিল। কিন্তু সব সময় মাদকের নেশায় বুঁদ থাকত সে। দাদুর মৃত্যুর পর এলেও তারপর আচমকাই কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল সে। তারপর থেকে সে কোথায় রয়েছে, সেটা পরিবারের কেউই জানতেন না। পরিবারের সদস্যরা শুধু জানতে পেরেছেন যে, নাম ভাঁড়িয়ে আয়ুব কুম্ভে গিয়েছিল। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নাম ভাঁড়িয়ে মহাকুম্ভ মেলায় প্রবেশ, পুলিশের জালে যুবক ! আত্মীয়-পরিজনেরা যা বললেন… চক্ষু চড়কগাছ তদন্তকারীদেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল