আপনি যদি একজন মহিলা হন তবে আপনার ফোনে অবশ্যই এই চারটি হেল্পলাইন নম্বর সেভ থাকা উচিত। এই হেল্পলাইন নম্বরগুলি আপনাকে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।
মহিলারা প্রয়োজনে যে কোনও সময় এই নম্বরগুলি ডায়াল করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সরকার। জরুরি পরিস্থিতিতে তাঁরা এই নম্বরগুলি ব্যবহার করতে পারে। সেই চারটি হেল্পলাইন নম্বর আজ আমরা জানাব আপনাদের।
advertisement
আরও পড়ুন- মহম্মদ শামির জীবনে ফের ‘বড় ঘটনা’! পাশে মুখ্যমন্ত্রী, একের পর এক ‘কাণ্ড’
1. প্রথম নম্বর
এই তালিকার প্রথম নম্বরটি হল 1091৷ এটি একটি মহিলাদের হেল্পলাইন নম্বর, যেটি আপনি যে কোনো জরুরি পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন৷ আপনি যদি এমন পরিস্থিতিতে আটকে থাকেন যেখানে আপনার সাহায্যের প্রয়োজন, তা হলে এই নম্বরটি আপনাকে সাহায্য করতে পারে।
2. দ্বিতীয় নম্বর
আপনি যদি গার্হস্থ্য হিংসার শিকার হন তবে আপনি 181 নম্বরে ডায়াল করে সাহায্য চাইতে পারেন। পারিবারিক হিংসার শিকার হওয়া মহিলারা এই হেল্পলাইন নম্বরে কল করতে পারেন।
3. তৃতীয় নম্বর
এই তালিকার তৃতীয় নম্বরটি হল 182৷ আপনি যদি ট্রেনে ভ্রমণ করার সময় বিপদে পড়েন তা হলে এই নম্বরটি কাজে লাগবে৷ ট্রেনে ভ্রমণের সময় কোনও ধরনের অসুবিধা বা সমস্যার সম্মুখীন হলে এই নম্বরে কল করতে পারেন।
আরও পড়ুন- রুদ্ধশ্বাস নাটকে ভরা ম্যাচ, শেষ বলে দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল মুম্বই
4. চতুর্থ নম্বর
পরের নম্বরটি হল 100 বা 112৷ এটি হল পুলিশের নম্বর৷ কোনও মহিলার যদি পুলিশের সাহায্যের প্রয়োজন হয়, তিনি এই নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারেন। শিগগিরই পুলিশ ওই মহিলাকে সাহায্য করবে। এই নম্বরটি প্রতিটি মহিলার ফোনে থাকা উচিত।