WPL 2024: রুদ্ধশ্বাস নাটকে ভরা ম্যাচ, শেষ বলে দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল মুম্বই

Last Updated:

WPL 2024: প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল৷ তারা হারাল দিল্লি ক্যাপিটাল্সের মহিলা দলকে৷

জয় দিয়ে অভিযান শুরু মুম্বই ইন্ডিয়ান্সের
জয় দিয়ে অভিযান শুরু মুম্বই ইন্ডিয়ান্সের
বেঙ্গালুরু: শুরু হয়ে গেল ২০২৪ মরশুমের মহিলা আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪৷ প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল৷ তারা হারাল দিল্লি ক্যাপিটাল্সের মহিলা দলকে৷
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ন্স উইমেন দল৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচের ফয়সালা হয় শেষ বলে৷ এদিন ৪ উইকেটে ম্যাচ জেতে হরমনপ্রীতের মেয়েরা৷ প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে দিল্লি৷
দিল্লির জার্সিতে সর্বোচ্চ রান করেন অ্যালিস ক্যাপসি৷ তিনি ৫৩ বলে ৮ টি চার ও ৩ টি ছক্কায় ৭৫ রান করেন৷ তাঁর এদিনের ইনিংসের ছক্কা ইতিমধ্যেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
এছাড়াও ২৪ বলে ৪২ রানের ধামাকা ইনিংস আসে জেমিমা রডরিগেজের ব্যাট থেকে৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল  ৫ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷ মুম্বইয়ের এমিলা কের ও ন্যাট সাইভার ব্রান্ট ২ টি করে উইকেট নেন৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে মুম্বই  শুরুতেই হ্যালি ম্যাথুজকে হারায়৷ ৪৫ বলে ৫৭ করা যস্তিকা ভাটিয়া এবং ৩৪ বলে ৫৫ করেন হরমনপ্রীত কউর দলকে লড়াইতে এগিয়ে নিয়ে যান৷ তবে শেষ বলে সজীবন সজানা ছক্কা মেরে মুম্বইকে জয় এনে দেন৷ এদিন দিল্লির হয়ে সফলতম বোলার অরুন্ধতী রেড্ডি এবং অ্যালিস ক্যাপসি ৷ দুজনেই ২ টি করে উইকেট নিয়েছেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
WPL 2024: রুদ্ধশ্বাস নাটকে ভরা ম্যাচ, শেষ বলে দিল্লির মুখ থেকে জয় ছিনিয়ে নিল মুম্বই
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement