অনেকে বলেন বয়স হলে শখ স্বাচ্ছন্দ্য থাকে না। কিন্তু এই ঘটনাটি তার চেয়ে সম্পূর্ণ আলাদা। সুতেজ সিং পান্নু নামে পাঞ্জাবের একজন ফটোগ্রাফার এক বয়স্ক দম্পতির সুন্দর কয়েকটি ছবি স্যুট করেছিলেন , তার তোলা ছবি দেখে ওই দম্পতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তারা পুনরায় ফটোগ্রাফারকে তাদের আরও কয়েকটি সুন্দর ছবি তোলার অনুরোধ জানান। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
ভিডিওটির শুরুতেই দেখা গেছে একজন বৃদ্ধ দম্পতি ঘরের উঠোনে কাঠের খাটিয়া পেতে আরামে বসে চা পান করছেন। হঠাৎ সেখানে ক্যামেরা হাতে একজন ফটোগ্রাফারের আগমন ঘটে। ওই বৃদ্ধ দম্পতিকে দেখে তিনি তাদের ছবি তোলার জন্য অনুমতি চান। অনায়াসে ওই দম্পতি রাজিও হয়ে যান ছবি তুলতে। ফটোগ্রাফার সেই সুযোগে ওদের একটি সুন্দর ছবি তুলে নেন এবং শীঘ্র ছবিটি প্রিন্ট করে তাদের বাড়িতে গিয়ে সেই ছবি ওই দম্পতিকে উপহার দিতে যান।
বৃদ্ধা মহিলা ওই ছবিটি দেখতে ছুটে আসে এবং তার দোপাট্টা দিয়ে সাবধানে ছবিটিকে তার হাত থেকে নেয় যাতে এটির ক্ষতি না হয়। এতে তাদের খুশি দ্বিগুন হয়ে যায়। তাদের মনের খুশি এবং উচ্ছাস তাদের মুখের ভঙ্গিমা এবং অভিব্যক্তিতে প্রকাশ পায়। বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় তাদের আর কয়েকটি ছবি তোলার জন্য ফটোগ্রাফেরকে অনুরোধ জানায়। বয়ষ্ক দম্পতির সবিনয় এই অনুরোধ ফটোগ্রাফার খুশির সঙ্গে গ্রহণ করেন এবং একটি নির্দিষ্ট জায়গায় তাদের দাঁড় করিয়ে বেশ কয়েকটি ছবি ক্যামেরাবন্দী করে। স্যুটের আগে ওই মহিলাকে নিজের দুপাট্টাকে ঠিক করতে এবং বৃদ্ধ ভদ্রলোকটিকে নিজের গোঁফে হাত বোলাতে দেখা যায়। আপনার দিনটিকে সুন্দর করার জন্য ভিডিত্তটির প্রতিটি মুহূর্ত সত্যি আনন্দদায়ক। ফটোগ্রাফারের ব্যবহার এবং তার ছবি তোলার প্রতিভাতে মুগ্ধ হয়ে ওই বৃদ্ধ দম্পতি তাকে দুহাত ভরে আশীর্বাদ করেন।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ১,১৬৩,৯৩৮ লাইকস অর্জন করেছে।