তাঁর পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে৷ মেক আপ ব্যাগে টিকটিকির ডিম ঘিরে নেটিজেনদের আকর্ষণ তুঙ্গে৷ এসেছে একাধিক রসিক মন্তব্য৷ একজন লিখেছেন ‘‘ আপনি কি ফ্লোরিডায় থাকেন? এটা টিকটিকিদের মিলন ও ডিম পাড়ার সময়৷ বিশেষ করে ঘরের দেওয়ালে দেখতে পাওয়া যায় সাধারণ টিকটিকি৷ এরা নিরাপদ এবং ঘরের সঙ্গী হিসেবেও বেশ ভাল৷ কারণ গোচরে আসা সব পোকামাকড় খেয়ে ফেলে৷’’
advertisement
আরও পড়ুন : মোট ১৬ টি মুখ লুকিয়ে এই ছবিতে! ১৫০ বছরের পুরনো ধাঁধাঁর সমাধান করতে পারেন?
এই প্রশ্নের উত্তরে পোস্টদাতা লিখেছেন, ‘‘আমি বাংলাদেশে থাকি৷ আমাদের বাড়ি ঘরে টিকটিকি খুবই পরিচিত ছবি৷ এবং সত্যি, টিকটিকিরা বিপদহীন এবং আমাদের শত্রু মশাদের তারা খেয়ে নেয়৷’’
আরও পড়ুন : প্রিম্যাচিওর ডেলিভারি থেকে ক্যানসার! অন্তঃসত্ত্বার স্মার্টফোন ব্যবহার মারাত্মক
ছবি দেখে এক জন মজা করে লিখেছেন, ‘‘মাদার অব ড্রাগনস’’৷ এর উত্তরে আর এক জন লিখেছেন, ‘‘দিদা হওয়ার জন্য আর তর সইছে না!’’ আর একজন সংশয় নিয়ে লিখেছেন ‘‘আপনি কী করে জানলেন যে ওগুলো টিকটিকিরই ডিম? আমি বলতে চাইছি আপনার জায়গায় আমি থাকলে ওখান থেকে একটা নিয়ে ভেঙে ফেলতাম এবং এর ভিতরে যে একটা প্রাণ আছে, তাকে নষ্ট করে ফেলতাম কিছু বুঝে ওঠার আগে