কিন্তু স্পেন পর্তুগাল সীমান্তে (Spain Portugal border) অ্যাসিরিদো গ্রামে তীব্র খরায় সেই বাঁধ এখন শুকিয়ে ফুটিফাটা৷ কিন্তু ৩০ বছর আগে স্পেনের উত্তর পশ্চিম সীমান্তে গ্যালিসিয়া প্রদেশই বানভাসি হয়েছিল এই বাঁধ অল্টো লিন্দোসো-র জালাধার তৈরি করতে গিয়ে৷(Eerie Haunted Village reappears after getting submerged 3 decades back)
৬৫ বছর বয়সি স্থানীয় বাসিন্দা ম্যাক্সিমিনো পেরেজ রোমেরো সংবাদমাধ্যমকে বলেছেন, বাঁধের এই পরিবর্তন দেখে মনে হচ্ছে তিনি যেন সিনেমা দেখছেন৷ তাঁর আক্ষেপ, বছরের পর বছর ধরে খরা-সহ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ও আবহাওয়া বিপর্যয় চলতে থাকলে এই পরিণতিই হবে৷
advertisement
আরও পড়ুন : হাতে AK 47! বিপক্ষকে প্রতিরোধ করতে প্রস্তুত ইউক্রেনের সত্তরোর্ধ্ব বৃদ্ধা
ড্রোন ফুটেজে দেখা যাচ্ছে, ভগ্নদশা গ্রামটির প্রতিটি কোণ৷ যেখানে এক সময় রেস্তরাঁ ছিল, সেখানে এখনও পড়ে আছে বিয়ারের বোতল৷ মরচে ধরা পাইপ থেকে এখনও চুঁইয়ে পড়ছে জলের ফোঁটা, ছড়িয়ে ছিটিয়ে আছে ধসে পড়া ছাদ এবং ইট ও কাঠের ধ্বংসস্তূপ৷
আরও পড়ুন : উড়ানের মাঝে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি শহরের রাজপথে পড়েই মৃত, ভিডিওতে শিউরে উঠছেন নেটিজেনরা
আরও পড়ুন : ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
স্থানীয় মেয়র মারিয়া ডেল কারমেন ইয়ানেজ এই পরিস্থিতির জন্য অনাবৃষ্টিকেই দায়ী করেছেন৷ জানা গিয়েছে, প্রায় ২ মাস ধরে প্রায় কোনও বৃষ্টি না হয়নি এই গ্রামে৷ আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই৷ এক সময় এই গ্রামেই বিছিয়ে ছিল আঙুর বাগিচা, কমলালেবুর গাছ, চারদিক আবৃত ছিল সবুজ গালিচায়৷ সে দৃশ্য ছিল অনবদ্য৷ পুরনো সেই দিনের কথা মনে পড়ছে সত্তরোর্ধ্ব বৃদ্ধ জোসে লুইস পেনিনের৷ তিনি নিজে এক সময় ওই গ্রামের বার-এ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যেতেন সারাদিন ধরে মাছ ধরার পর৷