TRENDING:

Durga Puja Travel 2023: গোটা দেশ দেখা যায় একদিনেই! এদের কথা জানতেন? তালিকাতেই লুকিয়ে চমক

Last Updated:

Durga Puja Travel 2023: বাস্তবে কিন্তু এমন অনেক ক্ষুদ্রায়তন দেশ আছে যার পুরোটা দেখার জন্য একটা গোটা দিন পর্যাপ্ত। দেখে নেওয়া যাক এরকমই কিছু দেশের বিষয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ইংরেজিতে মেয়াদের উপরে ভিত্তি করে ঘোরাঘুরিকে অনেকগুলো ভাগে ফেলা হয়েছে। এদের মধ্যে বেশ ছোটখাটো ভ্রমণ হল উইকেন্ড ট্রিপ। যার চল এখন এ রাজ্যেও বেশ বেড়েছে। স্বল্পদৈর্ঘের ভ্রমণ হল ওয়ান ডে ট্রিপ। নাম থেকে বুঝে নিতে অসুবিধা নেই যে এ ক্ষেত্রে মেয়াদ স্রেফ একদিনের, সে দিনই সকালে বাড়ি থেকে বেরিয়ে ঘুরে আবার রাতে ফিরে আসা।
advertisement

এ বার যদি কেউ বলেন যে এরকম ওয়ান ডে ট্রিপে একটা গোটা দেশ দেখে ফেলা যায়, অবাক হবেন অনেকেই। বাস্তবে কিন্তু এমন অনেক ক্ষুদ্রায়তন দেশ আছে যার পুরোটা দেখার জন্য একটা গোটা দিন পর্যাপ্ত। দেখে নেওয়া যাক এরকমই কিছু দেশের বিষয়ে।

*লিয়েশটেনস্টাইন: সুইৎজারল্যান্ড আর অস্ট্রিয়ার মাঝে ছোট এক দেশ। যতই ছোট হোক, আদতে সৌন্দর্য আর প্রাণবন্ততায় মোড়া, যার টানে হাইকার আর রানারদের ভিড় লেগেই থাকে এই দেশে।

advertisement

*সান মারিনো: গড়ে উঠেছিল যিশুর জন্মেরও ৩০১ বছর আগে, যদিও ১৬০০ খ্রিস্টাব্দে এসে তার সংবিধান তৈরি হয়। বিশ্বের সর্বপ্রাচীন সার্বভৌম এই দেশও ঘুরে দেখে নেওয়া যায় এক দিনেই।

আরও পড়ুনঃ শীতের আগে গিজার বা হিটার কেনার প্ল্যান? ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কী? কীভাবে কাজ করে? জানুন

*তুভালু: আমাদের দেশের একটা দিকে মিল রয়েছে, এটিও এক সময়ে ছিল ব্রিটিশের দখলে, স্বাধীন হয়েছিল ১৯৭৮ সালে এসে। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বে, প্রশান্ত মহাসাগরীয় এই দেশের সড়ক মাত্র ৮ কিলোমিটার দীর্ঘ, ঘুরেও দেখা যায় এক দিনেই।

advertisement

*মোনাকো: চোখজুড়ানো বন্দর আর নেশাধরানো ক্যাসিনো, এই দুইয়ের জন্য বিখ্যাত মোনাকো এক বর্গ মাইলেরও কম আয়তনের দেশ, যদিও সুন্দরী সে আপাদমস্তক।

*ভ্যাটিকান সিটি: স্বয়ং পোপের দ্বারা শাসিত এই দেশের আয়তন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের একের আট ভাগ। সুপ্রাচীন ধ্রুপদী স্থাপত্য এবং সংস্কৃতি খ্রিস্টধর্মের এই পীঠস্থানকে করেছে মহিমাময়।

advertisement

আরও পড়ুনঃ ৪০ হাজারেরও কমে iPhone! Amazon Great Indian Festival Sale-এ কোন দামে মিলবে কি ফোন? দেখে নিন

*ম্যাকাও: ইউনেসকোর এই হেরিটেজ সাইট আগে ছিল পর্তুগিজদের দখলে, এখন চিনের স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন। নিজস্ব কারেন্সি আর ক্যাসিনো নিয়ে এই দেশও কম পর্যটকও টানে না।

*জিব্রালটার: বাসিন্দার সংখ্যা মাত্র ৩০ হাজার। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য হিসেবের বাইরে। পাহাড়চূড়ায় কেবল কার রাইড হোক পায়ে হাঁটা, এই দেশ দেখার জন্য এক দিন যথেষ্ট।

advertisement

*আন্দোরা: সুইস আলপাইন টাউনের স্মৃতি ফিরিয়ে দেবে বার্সেলোনা থেকে ঘণ্টাতিনেকের দূরত্বের এই দেশ, প্রকৃতি এখানে এমনই অপরূপা।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

*নাউরু: সাগরতটের এই দেশের আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার, মোকুয়া কেভ, রাজধানী নারেন, অ্যানিবারে সৈকত নিয়ে মোহময়ী নাউরুতে বার বার এক দিনের জন্য ফিরে আসতে মন চাইবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja Travel 2023: গোটা দেশ দেখা যায় একদিনেই! এদের কথা জানতেন? তালিকাতেই লুকিয়ে চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল