আশ্বিন মাসে এই পুজো করা হয়। দশদিন ধরে পুজো হলেও প্রকৃত অর্থে পুজোর উৎসব হয় ষষ্ঠী থেকে দশমী। প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে। জানুন মহাসপ্তমীর গুরুত্ব ও নির্ঘণ্ট। দুর্গাপুজোর দ্বিতীয় দিন: ১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, (রবিবার) মহাসপ্তমী। মহাসপ্তমীতে মহাপুজো হয়।
আরও পড়ুন: তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, হবে ঝেঁপে বৃষ্টি! কলকাতা-সহ গোটা রাজ্যের পুজো মাটি হওয়ার আশঙ্কা
advertisement
সূর্য ওঠার আগেই, একটি কলাগাছ পবিত্র গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর এটিকে নববধূর (কলা বউ) মতো নতুন শাড়ি পরানো হয়। এদিন নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পুজো প্রশস্তা ও কলাবউ স্নান রীতি রয়েছে।
আরও পড়ুন: ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, কানপুরে মৃত ১১ শিশু-সহ অন্তত ২৪ তীর্থযাত্রী! দেখুন
মহাসপ্তমী ২০২২-র নির্ঘণ্ট
১৫ আশ্বিন, ইং ২ অক্টোবর, রবিবার- সূঃ উঃ ৫। ৩২, অঃ ৫।২২। পূর্বাহ্ণ ৯। ২৯। সপ্তমী রাত্রি ৬। ২৩ পর্যন্ত। শ্রীশ্রী শারদীয়া দুর্গা পুজো। পূর্বাহ্ণ মধ্যে দ্ব্যাত্মক-চরলগ্নে ও চরণবাংশে। দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। রাত্রি ১১। ৩ গতে ১১। ৫১ মধ্যে দেবীর অর্ধরাত্রবিহিত পূজা।