জানা গিয়েছে যে ঘটনাটি নয়াদিল্লির। রাজধানীর সিঙ্করপুর রোডে অবস্থিত এক ব্যাঙ্কোয়েটে বিয়ের অনুষ্ঠান চলছিল। বরকে নিয়ে যথাসময়েই হাজির হয়েছিলেন বরযাত্রীরা। বর এবং কনে- উভয় পক্ষেই ছিল আনন্দের পরিবেশ। এক সময়ে মণ্ডপে নিয়ে আসা হয় বর আর কনেকে, সম্পন্ন হয় মালাবদলের পালা। এর পর বিয়ের বাকি আচার-অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়েই বর একবার বাথরুমে যেতে চান।
advertisement
আরও পড়ুন– প্রাক্তন প্রেমিককে জীবন্ত পুড়িয়ে খুন ! গ্রেফতার অভিনেত্রী নার্গিস ফাকরির বোন
এর মধ্যে অস্বাভাবিক কিছুই নেই! হলেই বা বিয়ে, বাথরুমে যাওয়ার দরকার যে কোনও সময়ে বর বা কনের হতেই পারে। বর গেলেন বাথরুমে, ফিরেও এলেন যথাসময়ে। তবে, তার একটু পরেই আবার তিনি বাথরুমে যেতে চান। কনে পক্ষ জানিয়েছেন যে এই সময় থেকেই বরের আচরণ তাঁদের একটু অদ্ভুত লাগতে শুরু করে। দৈনিক জাগরণের খবর অনুসারে, এই দুবার বাথরুম যাওয়াতেই ঘটনাটি থেমে থাকেনি। ফিরে এসে কিছুক্ষণ পর পরই বর বাথরুমে যেতে থাকেন। তখন সন্দেহ দানা বাঁধে কনের মনে। তিনি তাঁর পরিবারের লোকজনদের বিষয়টি কী তা খতিয়ে দেখতে বলেন।
কেঁচো খুঁড়তে গিয়ে এবার সাপ বের হয়! বরকে হাতেনাতে ধরা হয় তাঁর বন্ধুদের সঙ্গে বিয়ের মঞ্চের পিছনে। সেখানে বসে তিনি বন্ধুদের সঙ্গে মাদক সেবন করছিলেন বলে অভিযোগ তুলেছে কনের পরিবার। এবার তাঁদের বরের অদ্ভুত আচরণের কারণ বুঝতে অসুবিধা হয়নি, সবাই ধরে ফেলেন যে শুরু থেকেই বর নেশাগ্রস্ত ছিলেন। ঘটনায় বিয়েবাড়িতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়, খবর দেওয়া হয় পুলিশে। মাদক সেবনের পাশাপাশি কনে পক্ষ এই অভিযোগও তুলেছে যে বরের পরিবারের তরফ থেকে তাঁদের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছে, আইনত যেটাও দণ্ডণীয় অপরাধ।