TRENDING:

ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি

Last Updated:

ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি। এর মাঝেই ধরা পড়ল এক অনন্য ছবি। কর্নাটকের হুবালির সদ্য বিবাহিত ভেবেছিলেন বৌভাতে নিজের শহরে হাজির হবেন। কিন্তু, বিধি বাম। ফ্লাইট বাতিলের জেরে উপস্থিত হতে পারেননি তাঁরা। ফলে তাঁরা নিজেরাই অনলাইনে থেকে হাজির হলেন সেই অনুষ্ঠানে। আর এই অভিনব উদ্যোগ ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
advertisement

জানা গিয়েছে কর্নাটকের হুব্বালি মেধা শিরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাস দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁরা দুজনেই ভুবনেশ্বরে গত ২৩ নভেম্বর বিয়ে সেরে এই সপ্তাহের বুধবার কনের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, আর এই সমস্যার জন্য আর ফেরা হয়নি।

কিন্তু, প্রযুক্তির সাহায্যে দূরকে কাছে এনেছেন তাঁরা। সেখানেই ভুবনেশ্বর থেকে অনলাইনে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাদের।

প্রসঙ্গত, গত দুদিন ধরে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে দুর্বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অনেকেই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।

advertisement

দিল্লি, জয়পুর, ভোপাল, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, এবং অন্যান্য বহু শহরে হাজার হাজার জন যাত্রী এর ফলে বিপাকে পড়েছেন।

প্রসঙ্গত, নভেম্বরের শেষের দিক থেকে তাদের নেটওয়ার্ক জুড়ে বাধাবিঘ্ন বৃদ্ধি পেয়েছে। বেসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA) কর্তৃক আয়োজিত একটি পর্যালোচনার সময় বিমান সংস্থা এই  কারণগুলি তুলে ধরেছে। বিমান সংস্থাটি প্রতিদিন ১৭০-২০০টি ফ্লাইট বাতিল করছে, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। সাম্প্রতিক সময়ে হাজারটিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (MoCA) এবং ইন্ডিগোর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন এবং পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।ডিজিসিএ-কে বিমান ভাড়ার উপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে বড় ধরনের বিঘ্নের ফলে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি না হয়। মধ্যরাত থেকে সকাল ৬টার মধ্যে অবতরণের সংখ্যা সীমিত করেছে, ইতিমধ্যেই এক বছর বিলম্বিত করা হয়েছে যাতে বিমান সংস্থাগুলিকে তালিকা পুনর্নির্মাণের জন্য সময় দেওয়া হয়।ক্যারিয়ারের আরও তদবির সত্ত্বেও ডিজিসিএ আদালতের আদেশের কথা উল্লেখ করে সীমিত শিথিলতার সঙ্গে নিয়মগুলি প্রয়োগ করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট ছোট্ট সারমেয়দের হাড্ডাহাড্ডি লড়াই! মধ্যমগ্রামে জমাটি ডগ শোয়ের আয়োজন
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল