TRENDING:

ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি

Last Updated:

ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভুবনেশ্বর: ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে গোটা দেশেই হুলস্থুল পড়ে গিয়েছে। এরফলে অনেকেই নির্দিষ্ট সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি। এর মাঝেই ধরা পড়ল এক অনন্য ছবি। কর্নাটকের হুবালির সদ্য বিবাহিত ভেবেছিলেন বৌভাতে নিজের শহরে হাজির হবেন। কিন্তু, বিধি বাম। ফ্লাইট বাতিলের জেরে উপস্থিত হতে পারেননি তাঁরা। ফলে তাঁরা নিজেরাই অনলাইনে থেকে হাজির হলেন সেই অনুষ্ঠানে। আর এই অভিনব উদ্যোগ ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
অনলাইনে বিয়ে সারলেন নবদম্পতি
advertisement

জানা গিয়েছে কর্নাটকের হুব্বালি মেধা শিরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাস দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁরা দুজনেই ভুবনেশ্বরে গত ২৩ নভেম্বর বিয়ে সেরে এই সপ্তাহের বুধবার কনের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, আর এই সমস্যার জন্য আর ফেরা হয়নি।

কিন্তু, প্রযুক্তির সাহায্যে দূরকে কাছে এনেছেন তাঁরা। সেখানেই ভুবনেশ্বর থেকে অনলাইনে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাদের।

প্রসঙ্গত, গত দুদিন ধরে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে দুর্বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অনেকেই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।

advertisement

দিল্লি, জয়পুর, ভোপাল, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, এবং অন্যান্য বহু শহরে হাজার হাজার জন যাত্রী এর ফলে বিপাকে পড়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল...! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল