জানা গিয়েছে কর্নাটকের হুব্বালি মেধা শিরসাগর এবং ওড়িশার ভুবনেশ্বরের সঙ্গম দাস দুজনেই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁরা দুজনেই ভুবনেশ্বরে গত ২৩ নভেম্বর বিয়ে সেরে এই সপ্তাহের বুধবার কনের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু, আর এই সমস্যার জন্য আর ফেরা হয়নি।
কিন্তু, প্রযুক্তির সাহায্যে দূরকে কাছে এনেছেন তাঁরা। সেখানেই ভুবনেশ্বর থেকে অনলাইনে এই অনুষ্ঠানে হাজির হতে দেখা যায় তাদের।
প্রসঙ্গত, গত দুদিন ধরে ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের জেরে দুর্বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অনেকেই সঠিক সময়ে নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।
advertisement
দিল্লি, জয়পুর, ভোপাল, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, এবং অন্যান্য বহু শহরে হাজার হাজার জন যাত্রী এর ফলে বিপাকে পড়েছেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 05, 2025 1:53 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইন্ডিগোর বিমান বাতিল! অনলাইনেই নিজেদের বৌভাতের অনুষ্ঠান সারলেন কর্নাটকের নবদম্পতি
