আশেপাশের যাত্রীদের বিবরণ অনুযায়ী উনি বিমানের মধ্যে যা-তা ব্যবহার শুরু করেছিলেন৷ ব্যক্তিটি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন৷
শুধু তাই নয় মদ্যপ হয়ে ইন্টারকম ভেঙে দেয়৷ এমনকি জরুরি গেটও খোলার চেষ্টা করে৷ শেষ পর্যন্ত ককপিটে ঢোকারও চেষ্টা করা হয়৷
advertisement
আরও পড়ুন: ৩৪ বছর আগে ২০ টাকা ঘুষ! বিপাকে কনস্টেবল, আদালতের নির্দেশে গ্রেফতার
মদ্যপ ব্যক্তিটি আশেপাশের অশ্লীল কথাবার্তা বলছিলেন৷ তাঁর সঙ্গে সম্ভবত একজন মহিলাও ছিলেন৷ মদ্যপ ব্যক্তির কার্যকলাপের জন্য তিনি সকলের কাছে ক্ষমাও চেয়েছিলেন৷ কিন্তু পরে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে মহিলাটি দুরে সরে যায়৷
শেষ অবধি মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করার হয়৷ জার্মান পুলিশ শেষ পর্যন্ত ব্যক্তিটিকে আটক করেন৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 11:17 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Drunk Man In Flight: বিমানে মদ্যপ ব্যক্তি, তিরিশ হাজার ফুট উচ্চতায় আপদকালীন দরজা খোলার চেষ্টা, তারপর যা হল....