• উপোস করে পুজো করা হয় মহাদেবের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷
• মাছদের খেতে দিন ৷ এবং মাছকে খাওয়ানোর সময় শিব-পার্বতীকে মনে মনে স্মরণ করুন ৷ এতে আপনার অর্থ কষ্ট দূর হবে ৷ ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না ৷
advertisement
• এই মাসে সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷
• এই মাসে দাঁড়ি না কামানোই মঙ্গল ৷
• আমিষ আহার গ্রহণ করবেন না ৷ বিশেষ করে প্রতি সোমবার নিরামিষ ভোজন করুন ৷
Location :
First Published :
July 31, 2018 7:46 AM IST