TRENDING:

শ্রাবণ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারে খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসেই পুজো হয়ে থাকে দেবাদিদেব মহাদেবের। ১৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে শ্রাবন মাস। এই মাসের শুরু থেকেই সকল হিন্দু ধর্মের মানুষেরা পূন্য লাভের আশায় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্রত উপোস ও শিব মন্দিরে গিয়ে শিব লিঙ্গের মাথায় জল ঢেলে আসেন মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। এই মাসেই শিব মন্দিরগুলো নতুন করে সেজে ওঠে,সারা মাস ধরে পুজো হয়। মহাদেবের উদ্দেশে ধুপ, সুগন্ধি ও চন্দন নিবেদন করে পুজো কর হয় তাকে সন্তুষ্ট করার জন্য। এই মাসে যদি কোনও কারনে দেবাদিদেব অসন্তুষ্ট হয় তাহলে তার ক্রোধে আমাদের ভয়ানক ক্ষতি হতে পারে।
advertisement

উপোস করে পুজো করা হয় মহাদেবের ৷ তবে পুজো সমাপ্তির আগেই উপবাস ভঙ্গ করবেন না ৷

মাছদের খেতে দিন ৷ এবং মাছকে খাওয়ানোর সময় শিব-পার্বতীকে মনে মনে স্মরণ করুন ৷ এতে আপনার অর্থ কষ্ট দূর হবে ৷ ভুল করেও মাছের হানি ঘটানোর চেষ্টা করবেন না ৷

advertisement

এই মাসে সাপ নিধন করবেন না ৷ এতে আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে ৷

এই মাসে দাঁড়ি না কামানোই মঙ্গল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আমিষ আহার গ্রহণ করবেন না ৷ বিশেষ করে প্রতি সোমবার নিরামিষ ভোজন করুন ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শ্রাবণ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, অমঙ্গল নেমে আসতে পারে!