TRENDING:

আর যেতে হবে না দোকানে! এবার ঘরে বসে সহজেই গম, ডাল, মশলা পেষাই করে নেওয়া যাবে! বাজারে এসেছে এক দারুণ কাজের যন্ত্র

Last Updated:

Domestic Grinding Machine: কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গমের মূল্যও। সেই সঙ্গে গম ভাঙানোর খরচ তো রয়েছেই! কিন্তু এবার সেই খরচ অনেকটাই কমে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পালামু: যাঁরা রুটি খেতে পছন্দ করেন, তাঁরা মূলত বাজার থেকে আটা কিংবা ময়দা কিনে আনেন। অনেকে আবার আটা কিংবা ময়দা কলে গিয়ে গম ভাঙিয়ে নিয়ে আসেন। এতে অবশ্য খরচও বেশি হয়। কারণ মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গমের মূল্যও। সেই সঙ্গে গম ভাঙানোর খরচ তো রয়েছেই! কিন্তু এবার সেই খরচ অনেকটাই কমে যাবে। এটা গ্রাহকদের জন্য সুখবরই বলা যেতে পারে। কারণ বাজারে এসে গিয়েছে স্পিড ওয়েলের তৈরি ঘরের আটা চাক্কি। এই পেষাই যন্ত্রে শুধু আটা-কিংবা ময়দাই নয়, বিভিন্ন ডাল এবং মশলাও পেষাই করা যেতে পারে।
এবার ঘরে বসে সহজেই গম, ডাল, মশলা পেষাই করে নেওয়া যাবে! বাজারে এসেছে এক দারুণ কাজের যন্ত্র
এবার ঘরে বসে সহজেই গম, ডাল, মশলা পেষাই করে নেওয়া যাবে! বাজারে এসেছে এক দারুণ কাজের যন্ত্র
advertisement

স্পিড ওয়েলের তৈরি এই ঘরোয়া আটা চাক্কি যন্ত্রটি ১ ঘণ্টায় ৮ থেকে ১০ কেজি গম পেষাই করতে পারে। তবে ১ ঘণ্টায় প্রায় ১৫ থেকে ১৮ কেজি মিলেট জাতীয় শস্য এই যন্ত্রের মাধ্যমে পেষাই করা সম্ভব। এই যন্ত্রে রয়েছে ৭টি গিয়ার নব। যা ব্যবহার করে বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মোড সেট করা যাবে। ওই পেষাই যন্ত্রের মাধ্যমে গম মিহি ভাবে ভাঙিয়ে নেওয়া যেতে পারে। এর পাশাপাশি জোয়ার, বাজরা, চাল, ছোলার ডালও পেষাই করা সম্ভব। এখানেই শেষ নয়, পেষাই করা যাবে মশলাও। এর মধ্যে অন্যতম হল জিরে, ধনে, হলুদ, মেথি, গরম মশলা ইত্যাদি। এছাড়া মুগ, মুসুর, অড়হর ডাল, শিমের বীজ পেষণ করা যাবে এই যন্ত্রের মাধ্যমে।

advertisement

আরও পড়ুন– পরিবেশ-বান্ধব সামগ্রী দিয়েই শান্তির নীড় বাঁধলেন দম্পতি! প্রবল গরমেও প্রয়োজন হবে না ফ্যান কিংবা এসি-র!

কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে কাজের এই মেশিনটি? আর কতই বা দাম এর? পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ শহরের স্টেশন রোডের ভোলে শঙ্কর পার্বতী অ্যান্ড সন নামের দোকানে পাওয়া যাচ্ছে এই পেষাই যন্ত্রটি। আর এর দামও খুব একটা বেশি নয়। মেশিনটির দাম মাত্র ১৫,৫০০ টাকা। ঘরোয়া পেষাই যন্ত্রটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটিকে ভাইব্রেশন ফ্রি মেশিনও বলা চলে। এই মেশিনের সঙ্গে মিলবে একটি গাইড বুক। যেখান থেকে জানা যাবে তা ব্যবহারের উপায়।

advertisement

আরও পড়ুন- ভালবাসা মানে আর্চিজ গ্যালারির দিন শেষ, নতুন প্রজন্মের মনের কথা গানের সুরে বলছে Wরং মিলান্তি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই যন্ত্রের অবশ্য একটা বিশেষত্বও রয়েছে। এর মাধ্যমে আসলে কম বিদ্যুৎ খরচ করে আটা কিংবা ময়দা পেষাই করে নেওয়া যাবে। বিষয়টা হিসেব দিয়েই বোঝানো যাক। আটা ভাঙানোর দোকানে ১০ কেজি গম পেষাই করতে খরচ হয় ৩০ টাকা। অথচ এই যন্ত্রটির মাধ্যমে ১ ঘণ্টায় ৮ থেকে ১০ কেজি গম পিষে নেওয়া যাবে। ফলে এক ঘণ্টায় ১ ইউনিটেরও কম পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। যা মধ্যবিত্ত গ্রাহকের পকেটে তেমন একটা প্রভাব ফেলবে না।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আর যেতে হবে না দোকানে! এবার ঘরে বসে সহজেই গম, ডাল, মশলা পেষাই করে নেওয়া যাবে! বাজারে এসেছে এক দারুণ কাজের যন্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল