৮ শিশু সারমেয়র মধ্যে হুবহু ছাগলের মত দেখতে একটি শাবককে দেখতে পান গ্রামবাসীরা। প্রথমে শাবকটিকে দেখে ছাগল ভেবেই ভুল করেন তাঁরা । কিন্তু পরে জানতে পারেন এই অদ্ভুত শাবকটি সারমেয়র পেট থেকেই জন্মেছে।
আরও পড়ুন :৫০ বছরে মা! শুনতে অবাক লাগলেও একাই সন্তানের জন্ম দিয়ে নজির কেলি ক্লার্কের
advertisement
ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় এলাকাতে । অদ্ভুত শাবকটিকে দেখতে ভিড় জমে যায় গ্রামে । পরে ওই সারমেয় শাবককে তার মায়ের থেকে আলাদা করে সুরক্ষিত করে রাখা হয়।
জানা গিয়েছে, ওই গ্রামেরই শম্ভুনাথ দাস নামক এক বাসিন্দার ঘরে ৮টি শিশুর জন্ম দেয় সারমেয়টি । ৮ শিশুর মধ্যে অবিকল ছাগলের মত দেখতে এক শিশুর জন্ম হয়। গ্রামবাসীরা আরও জানিয়েছেন, যেখানে তিন মাসে সন্তান দেওয়ার কথা ছিল সেখানে সন্তান প্রসবে ৬ মাস সময় নেয় সারমেয়টি । অদ্ভুত এই সারমেয় শাবকটিকে দেখে তাজ্জব হয়েছেন পশু চিকিৎসকরাও। পরে, শাবকটিকে সুরক্ষিত ভাবে বন দফতরের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা ।
এই অদ্ভুত শারমেয়র ছবি নেট মাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অদ্ভুত এই শাবককে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের । (ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা)