TRENDING:

সারমেয়র কোলে জন্ম নিল ছাগল শিশু! বিহারের ঘটনায় তোলপাড় নেটমাধ্যম, রইল ভিডিও

Last Updated:

ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় এলাকাতে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: হুবহু ছাগলের মত এক সন্তানের জন্ম দিল এক সারমেয়। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই  এক ঘটনা ঘটেছে বিহারের গোপালগঞ্জে। জানা গিয়েছে,  ছট পুজোর আগের দিন একসঙ্গে ৮টি শিশুর জন্ম দেয় এক সারমেয়। কিন্তু তারপরেই চোখ কপালে ওঠে গ্রামবাসীদের।
advertisement

৮ শিশু সারমেয়র মধ্যে হুবহু ছাগলের মত দেখতে একটি শাবককে দেখতে পান গ্রামবাসীরা। প্রথমে শাবকটিকে দেখে ছাগল ভেবেই ভুল করেন তাঁরা । কিন্তু  পরে জানতে পারেন এই  অদ্ভুত শাবকটি সারমেয়র পেট থেকেই জন্মেছে।

আরও পড়ুন :৫০ বছরে মা! শুনতে অবাক লাগলেও একাই সন্তানের জন্ম দিয়ে নজির কেলি ক্লার্কের

advertisement

ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় এলাকাতে ।  অদ্ভুত শাবকটিকে দেখতে  ভিড় জমে  যায় গ্রামে । পরে ওই সারমেয় শাবককে তার মায়ের থেকে আলাদা করে সুরক্ষিত করে রাখা হয়।

advertisement

জানা গিয়েছে, ওই গ্রামেরই  শম্ভুনাথ দাস নামক এক বাসিন্দার ঘরে ৮টি শিশুর জন্ম দেয় সারমেয়টি । ৮ শিশুর মধ্যে অবিকল ছাগলের মত দেখতে এক শিশুর জন্ম হয়। গ্রামবাসীরা আরও জানিয়েছেন,  যেখানে তিন মাসে সন্তান দেওয়ার কথা ছিল সেখানে সন্তান প্রসবে ৬  মাস সময় নেয় সারমেয়টি । অদ্ভুত এই সারমেয় শাবকটিকে দেখে তাজ্জব হয়েছেন পশু চিকিৎসকরাও। পরে, শাবকটিকে সুরক্ষিত ভাবে বন দফতরের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা ।

advertisement

এই  অদ্ভুত শারমেয়র ছবি নেট মাধ্যমে প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অদ্ভুত এই শাবককে দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের । (ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা)

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সারমেয়র কোলে জন্ম নিল ছাগল শিশু! বিহারের ঘটনায় তোলপাড় নেটমাধ্যম, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল