সত্যি বলতে কী, বুড়ো আঙুল দেখেও কারও স্বভাব নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য বুঝে নেওয়া সম্ভব। কারও বুড়ো আঙুলের মাথাটা হয় সোজা, কারও বা পিছন দিকে বেঁকানো। এরই ভিত্তিতে চলে স্বভাব নিয়ে হরেক বিশ্লেষণ।
আরও পড়ুন: ছেলেটা হন্যে হয়ে গেল খুঁজে খুঁজে, আপনি পারবেন লুকনো আইসক্রিমটা বের করে দিতে? হাতে রইল ১১ সেকেন্ড
advertisement
কী ভাবে, সেটাই এবার দেখে নেওয়া যাক একে একে।
বুড়ো আঙুল সোজা হলে
কারও যদি সোজা আঙুল থাকে তবে তাঁর ক্ষেত্রে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি প্রকাশ করে যে তিনি সম্ভবত বেশ একগুঁয়ে এবং প্রভাবশালী। এই ধরনের মানুষেরা যুক্তিবাদী হয়ে থাকেন সচরাচর, তাঁদের নেতৃত্বদানের সহজাত দক্ষতাও থাকে। যে কোনও বিষয়ে তাঁরা সহজেই কর্তৃত্বের অনুভূতি প্রকাশ করতে পারেন। এঁরা চারপাশের লোকদের স্বভাব বিশ্লেষণ এবং সঠিক পর্যবেক্ষণ করতেও বেশ ভালই পারেন। এঁরা নিজেরাব যদি সুযোগ না দেন, সাধারণত এঁদের সুবিধা নেওয়া অসম্ভব।
কখন বিপদ আসছে, সেটাও এঁরা বেশ ভাল বুঝতে পারেন। এই ধরনের মানুষেরা যতই শক্ত মুখে থাকুন না কেন, অন্যদের সামনে যতই কঠোর হন না কেন, প্রকৃতপক্ষে একজন দয়ালু, উষ্ণ-হৃদয়ের ব্যক্তি। এঁদের প্রখর ইচ্ছাশক্তি জীবনযাপনে সুশৃঙ্খল করে তোলে। এঁরা ক্ষমাহীন প্রকৃতির হন, এই কঠোর স্বভাবই আবার অন্যের বিরক্তির কারণ হতে পারে।
বুড়ো আঙুল ব্যাঁকা হলে
এই ধরনের আঙুলের গঠন এটাই বোঝায় যে এঁরা সম্ভবত একজন আবেগপ্রবণ এবং অভিব্যক্তিপূর্ণ ব্যক্তি। এঁরা নতুন পরিবেশ এবং পরিস্থিতিতে মানিয়ে নিতে জানেন। এই ধরনের মানুষেরা অন্যদের প্রতি তুলনামূলক ভাবে বেশি সহানুভূতিশীল হন। সেই কারণে এঁরা নিজেকে এমন পরিস্থিতিতেও ফেলেন যা পরে তাঁদেরই অনুভূতিতে আঘাত করে। এঁরা নিজের চেয়েও আবেগ এবং সম্পর্ককে বেশি মূল্য দেন। সাধারণত জীবনে এঁরা অনেক ঠকে, কিছুটা দেরিতে নিজেকে মূল্য দিতে শেখেন।
তবে এই ধরনের মানুষেরা বেশ কৌতূহলী হতে পারেন এবং সর্বদাই সমস্যার অনন্য কোনও সমাধান নিয়ে আসতে পারেন। লক্ষ্য অর্জনের জন্য এঁদের নতুন পথে যাওয়ার একটি সহজাত ক্ষমতা রয়েছে। এঁরা সাধারণত শৈল্পিক এবং সৃজনশীল হয়ে থাকেন। কল্পনাপ্রবণ এবং খোলা মনের মানুষ বলেই এঁদের জানেন সবাই। শিল্প, অভিনয়, দুঃসাহসিক খেলা ইত্যাদির ক্ষেত্রে ভাল কেরিয়ার গড়তে পারেন এঁরা। যদিও কখনও কখনও স্বভাবের নমনীয়তা এঁদের সিদ্ধান্তহীন করে তুলতে পারে।