TRENDING:

Dev Deepavali: দেব দীপাবলি ২৬ না ২৭ তারিখ? পবিত্র দিনে কী কী করণীয়? জ্যোতিষাচার্যের পরামর্শ

Last Updated:

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই শুভ দিনে পবিত্র শহর কাশীতে সমস্ত দেব-দেবীদের আগমন ঘটে। আর তাঁরা সকলে মিলে দীপাবলি উৎসব উদযাপন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হিন্দু ধর্মে দেব দীপাবলির একটা বিশেষ তাৎপর্য রয়েছে। মূলত আলোর উৎসব দীপাবলির ঠিক ১৫ দিন পরেই দেব দীপাবলি উদযাপন করা হয়। জ্যোতিষীদের মতে, হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী প্রতি বছর কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলির উৎসব পালন করা হবে।
advertisement

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই শুভ দিনে পবিত্র শহর কাশীতে সমস্ত দেব-দেবীদের আগমন ঘটে। আর তাঁরা সকলে মিলে দীপাবলি উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে বারাণসীর প্রতিটা ঘাট প্রদীপের আলোয় সেজে ওঠে। শুধু তা-ই নয়, দেব দীপাবলীর দিনে প্রদীপ দান করারও আলাদাই মাহাত্ম্য রয়েছে।

আরও পড়ুনVivah Muhurat 2023-2024: দেবুথানী একাদশী থেকে শুরু বিবাহের মরশুম, বিয়ের দিন পাকা করতে কোন শুভ সময় জানা জরুরি?

advertisement

কেন এই উৎসব উদযাপন করা হয়?

পণ্ডিত অবিনাশ মিশ্র বলেন যে, সমগ্র দেশের মধ্যে কাশীতে মহাধুমধাম করে দেব-দীপাবলির উৎসব পালন করা হয়। কিংবদন্তি অনুযায়ী, ত্রিপুরাসুর নামে এক দৈত্য ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। এর জেরে দুশ্চিন্তায় পড়েছিলেন মুনি-ঋষিরা। শুধু তা-ই নয়, দেব-দেবীদের মধ্যেও ওই দৈত্যকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ত্রিপুরাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকল দেব-দেবী ভগবান শিবের শরণাপন্ন হন এবং তাঁর উদ্দেশ্যে প্রার্থনা করেন। এরপরেই দৈত্য ত্রিপুরাসুরকে বধ করেন ভগবান শিব। আর তাঁর এই জয় উদযাপন করার জন্যই বারাণসীতে প্রচুর প্রদীপ প্রজ্জ্বলন করেন দেব-দেবীরা। তারপর থেকেই প্রতি বছর দেব দীপাবলির উৎসব উদযাপনের ধারা চলে আসছে। এই উৎসব আবার ত্রিপুরা উৎসব অথবা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত।

advertisement

দেব দীপাবলির দিনক্ষণ:

পণ্ডিত অবিনাশ মিশ্রর মতে, চলতি বছরে ২৬ নভেম্বর পড়েছে দেব দীপাবলি। আসলে কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর দুপুর ৩টে ৫৩ মিনিট থেকে। আর এই তিথি স্থায়ী হবে আগামী ২৭ নভেম্বর দুপুর ২টো ৪৬ মিনিট পর্যন্ত। ফলে এমতাবস্থায় চলতি বছরে দেব দীপাবলি উদযাপিত হবে আগামী ২৬ নভেম্বরই।

advertisement

প্রদোষকালে দীপ দান:

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

দেব দীপাবলির দিনে প্রদোষ কালে দীপ দান করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। পঞ্চাঙ্গ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর প্রদোষ কাল থাকবে বিকাল ৫টা ০৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। আর দেব দীপাবলির দিনে প্রদীপ দান করার এক বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে গঙ্গা এবং নর্মদা নদীতে স্নান করার পাশাপাশি ঘাটের পাশে ৫টি, ৭টি, ১১টি অথবা নিজের ইচ্ছানুযায়ী প্রদীপ প্রজ্জ্বলন করা উচিত।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Dev Deepavali: দেব দীপাবলি ২৬ না ২৭ তারিখ? পবিত্র দিনে কী কী করণীয়? জ্যোতিষাচার্যের পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল