TRENDING:

ডেলিভারি বয়ের অশালীন আচরণ ক্যামেরাবন্দি! তরুণীর শরীর স্পর্শের অভিযোগ! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য

Last Updated:

মুম্বইয়ে Blinkit ডেলিভারি বয়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ। পার্সেল পৌঁছে দেওয়ার সময় তরুণীর শরীর স্পর্শের ঘটনা ধরা পড়েছে CCTV-তে। ভিডিও ভাইরাল হতেই Blinkit কর্তৃপক্ষ অভিযুক্তের সঙ্গে চুক্তি বাতিল করেছে, তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইয়ে এক তরুণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে একটি Blinkit ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগ, পার্সেল পৌঁছে দেওয়ার সময় ওই ডেলিভারি বয় তাঁকে অশোভনভাবে স্পর্শ করেন। পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ফুটেজে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে।
মুম্বইয়ে Blinkit ডেলিভারি বয়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ। পার্সেল পৌঁছে দেওয়ার সময় তরুণীর শরীর স্পর্শের ঘটনা ধরা পড়েছে CCTV-তে। ভিডিও ভাইরাল হতেই Blinkit কর্তৃপক্ষ অভিযুক্তের সঙ্গে চুক্তি বাতিল করেছে, তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
মুম্বইয়ে Blinkit ডেলিভারি বয়ের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ। পার্সেল পৌঁছে দেওয়ার সময় তরুণীর শরীর স্পর্শের ঘটনা ধরা পড়েছে CCTV-তে। ভিডিও ভাইরাল হতেই Blinkit কর্তৃপক্ষ অভিযুক্তের সঙ্গে চুক্তি বাতিল করেছে, তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।
advertisement

ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। তরুণী Blinkit অ্যাপের মাধ্যমে কিছু জিনিস অর্ডার করেছিলেন। ডেলিভারি বয় পৌঁছনোর পর, বিল মেটানোর সময় হঠাৎ সে তরুণীর স্তন স্পর্শ করে বলে অভিযোগ।

শারদ পূর্ণিমার রাতে নিঃশব্দে করুন এই ‘কাজ’! লক্ষ্মীদেবী হবেন প্রসন্ন…অর্থভাণ্ডার ভরবে সৌভাগ্যে!   

আফ্রিকা থেকে মেক্সিকো পর্যন্ত সমুদ্রে খেলে বেড়াচ্ছে বিরাট ‘বাদামি সাপ’! মহাকাশ থেকেও দেখা যাচ্ছে! কীসের সংকেত?

advertisement

ভুক্তভোগী তরুণী নিজেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন এবং তাতে Blinkit-এর অফিসিয়াল অ্যাকাউন্ট ও মুম্বই পুলিশকে ট্যাগ করেন। পোস্টে তিনি লেখেন,

“আজ Blinkit থেকে অর্ডার করার সময় এই ঘটনার মুখোমুখি হলাম। ডেলিভারি বয় প্রথমে আমার ঠিকানা জানতে চায়, তারপর আচমকাই অশালীনভাবে আমাকে স্পর্শ করে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। দয়া করে কড়া ব্যবস্থা নিন।”

advertisement

তরুণী আরও লেখেন, Blinkit প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি, প্রমাণ দেখানোর পরেই সংস্থাটি ব্যবস্থা নেয়। তাঁর কথায়, “নারীদের নিরাপত্তা কি ভারতের কাছে মজাক?”

ভিডিও ভাইরাল হওয়ার পর Blinkit-এর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ডেলিভারি পার্টনারের সঙ্গে তাদের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি Blinkit জানিয়েছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে

advertisement

অন্যদিকে, মুম্বই পুলিশও তরুণীর পোস্টের প্রতিক্রিয়া দিয়েছে। টুইটারে তারা লেখে,

“আমরা আপনাকে ফলো করেছি, অনুগ্রহ করে আপনার যোগাযোগের তথ্য ডাইরেক্ট মেসেজে শেয়ার করুন।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পর Blinkit ডেলিভারি বয়ের আচরণ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। কেউ কেউ এই ঘটনাকে ইচ্ছাকৃত যৌন হয়রানি বলে দাবি করেছেন, আবার কেউ বলেছেন, হয়তো এটি ভুলবশত ঘটেছে। যদিও অধিকাংশই বলেছেন—“যে কারণেই হোক, এমন আচরণ মেনে নেওয়া যায় না।”

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের পাহাড়ে বিপর্যয়, সপ্তাহান্তে কোথায় যাবেন ঘুরতে? জানুন নতুন ঠিকানা
আরও দেখুন

বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ, এবং Blinkit কর্তৃপক্ষ জানিয়েছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ডেলিভারি বয়ের অশালীন আচরণ ক্যামেরাবন্দি! তরুণীর শরীর স্পর্শের অভিযোগ! ভাইরাল ভিডিওয় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল