ঘটনাটি ঘটেছে ৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। তরুণী Blinkit অ্যাপের মাধ্যমে কিছু জিনিস অর্ডার করেছিলেন। ডেলিভারি বয় পৌঁছনোর পর, বিল মেটানোর সময় হঠাৎ সে তরুণীর স্তন স্পর্শ করে বলে অভিযোগ।
শারদ পূর্ণিমার রাতে নিঃশব্দে করুন এই ‘কাজ’! লক্ষ্মীদেবী হবেন প্রসন্ন…অর্থভাণ্ডার ভরবে সৌভাগ্যে!
advertisement
ভুক্তভোগী তরুণী নিজেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন এবং তাতে Blinkit-এর অফিসিয়াল অ্যাকাউন্ট ও মুম্বই পুলিশকে ট্যাগ করেন। পোস্টে তিনি লেখেন,
“আজ Blinkit থেকে অর্ডার করার সময় এই ঘটনার মুখোমুখি হলাম। ডেলিভারি বয় প্রথমে আমার ঠিকানা জানতে চায়, তারপর আচমকাই অশালীনভাবে আমাকে স্পর্শ করে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। দয়া করে কড়া ব্যবস্থা নিন।”
advertisementতরুণী আরও লেখেন, Blinkit প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি, প্রমাণ দেখানোর পরেই সংস্থাটি ব্যবস্থা নেয়। তাঁর কথায়, “নারীদের নিরাপত্তা কি ভারতের কাছে মজাক?”
ভিডিও ভাইরাল হওয়ার পর Blinkit-এর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত ডেলিভারি পার্টনারের সঙ্গে তাদের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি Blinkit জানিয়েছে, বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
অন্যদিকে, মুম্বই পুলিশও তরুণীর পোস্টের প্রতিক্রিয়া দিয়েছে। টুইটারে তারা লেখে,
“আমরা আপনাকে ফলো করেছি, অনুগ্রহ করে আপনার যোগাযোগের তথ্য ডাইরেক্ট মেসেজে শেয়ার করুন।”
ভিডিওটি প্রকাশ্যে আসার পর Blinkit ডেলিভারি বয়ের আচরণ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। কেউ কেউ এই ঘটনাকে ইচ্ছাকৃত যৌন হয়রানি বলে দাবি করেছেন, আবার কেউ বলেছেন, হয়তো এটি ভুলবশত ঘটেছে। যদিও অধিকাংশই বলেছেন—“যে কারণেই হোক, এমন আচরণ মেনে নেওয়া যায় না।”
বর্তমানে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ, এবং Blinkit কর্তৃপক্ষ জানিয়েছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।