TRENDING:

টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী, জিজ্ঞাসাবাদেই ফাঁস হল আসল রহস্য, মাথায় হাত কাস্টমস অফিসারদের

Last Updated:

IGI Airport: কাস্টমস অফিসাররা অবাক। বিদেশ থেকে আসছেন, অথচ কোনও লাগেজ নেই! এটা কেমন ব্যাপার?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Delhi Airport: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর। সময় সন্ধ্যা ৬.১৫ মিনিট। যাত্রীদের উপর কড়া নজর রেখেছেন নিরাপত্তা সংস্থার অফিসাররা। এমন সময় টার্মিনাল থেকে হেলতে দুলতে বেরিয়ে এলেন এক বিদেশি যাত্রী। দু’হাত ফাঁকা। সঙ্গে কোনও লাগেজ নেই। কাস্টমস অফিসাররা অবাক। বিদেশ থেকে আসছেন, অথচ কোনও লাগেজ নেই! এটা কেমন ব্যাপার?
টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী
টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী
advertisement

সঙ্গে সঙ্গে যাত্রীকে থামান কাস্টমস অফিসাররা। জানতে চান, লাগেজ নেই কেন? প্রশ্ন শুনেই মুখ ফ্যাকাশে হয়ে যায় যাত্রীর। অফিসাররা অনুমান করেন, কিছু গড়বড় আছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু কোনও প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি ওই যাত্রী। এতে সন্দেহ আরও বাড়ে। শেষে তিনি শুধু বলেন, “আমার লাগেজ বিমানেই রয়েছে।’’

আরও পড়ুন– মাটিতে পাতা গদির নিচ থেকে ‘হিসস-হিসস’ শব্দ, গদি সরাতেই যা সামনে এল দেখলে হাড় হিম হয়ে যাবে!

advertisement

এ কথা শুনে কাস্টমস অফিসারদের মাথায় হাত। এর পিছনে কী গভীর ষড়যন্ত্র রয়েছে? এয়ারলাইনস এবং এটিসি-এর সঙ্গে কথা বলে জানা যায়, বিমান শীঘ্রই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে। সঙ্গে সঙ্গে বিমানে পৌঁছন কাস্টমস অফিসাররা। শুরু হয় তল্লাশি। বিমানের একটি সিটের নিচ থেকে উদ্ধার হয় কালো ব্যাগ। সেটা খুলতেই সবার চক্ষু চড়কগাছ। ব্যাগের ভিতর সোনার রাসায়নিক পেস্ট।

advertisement

হইচই পড়ে যায় বিমানবন্দরে। ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ। অবশেষে বিদেশি যাত্রী স্বীকার করেন, গোল্ড কেমিক্যাল পেস্ট পাচারের উদ্দেশ্যেই বিমানের সিটের নীচে লুকিয়ে রেখেছিলেন তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। এরপর ওড়ার অনুমতি দেওয়া হয় বিমানকে। নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেয় বিমান।

আরও পড়ুন– টিকিট পরীক্ষার নামে জরিমানা! যাত্রীরা খবর পাঠালেন আরপিএফে, হাতেনাতে ধরা পড়ল ভুয়ো মহিলা টিটিই

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কাস্টমসের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, ধৃত যাত্রী কেনিয়ার নাগরিক। তাঁর কাছ থেকে ১২৪২ গ্রাম গোল্ড কেমিক্যাল পেস্ট উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮৩.২৩ লক্ষ টাকা। দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার AI-918 ফ্লাইটে তিনি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বিদেশি যাত্রী কোথা থেকে এই বিপুল পরিমাণ গোল্ড কেমিক্যাল পেস্ট নিয়ে আসেন এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
টার্মিনাল থেকে ‘খালি হাতে’ বেরলেন কেনিয়ার যাত্রী, জিজ্ঞাসাবাদেই ফাঁস হল আসল রহস্য, মাথায় হাত কাস্টমস অফিসারদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল