এ বছর এই মঞ্চে সেরার শিরোপা পেয়েছেন দেবদত্তা চক্রবর্তী৷ এই বাঙালিনীর হাতে লেন্সবন্দি হয়েছেন এক কাশ্মীরি কাবাব বিক্রেতা৷ তাঁকে দেবদত্তা পেয়েছেন কাশ্মীরের শ্রীনগরের রাজপথে৷ ছবিতে দেখা যাচ্ছে, এক কাবাব বিক্রেতা ব্যস্ত তাঁর কাজে৷ চড়া তাপে কাবাব সেঁকার ধোয়াঁয় আচ্ছন্ন তিনি৷
আরও পড়ুন : লাল অন্তর্বাসের ফাঁকে উদ্ধত বক্ষ, অন্তর্বাসেও তারার যৌবন দীপ্তিময়
advertisement
এই ছবির দৌলতে দেবদত্তার নামের পাশে ‘পিঙ্ক লেডি ফুড ফোটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২২’ তকমা৷ পুরস্কারজয়ী ছবির ক্যাপশন তিনি দিয়েছেন ‘কাবাবিয়ানা’৷ শ্রীনগরের রাজপথে সন্ধ্যায় কয়লার তাপে ওই বিক্রেতা তৈরি করছিলেন কাবাব-সহ অন্য খাবার৷ ট্যুইটারে এই ছবি দেখে দেবদত্তাকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷
আরও পড়ুন : তাঁর বিচ্ছেদের গুঞ্জনে বাতাস ভারী হলেও মৎস্যকন্যা কিয়ারা যেন বন্য সুন্দরী
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত যে এই পুরস্কার প্রদানের প্রতিষ্ঠাতা তথা অধিকর্তা ক্যারোলিন কেনিয়ন এই পুরস্কারজয়ী ছবি দেখে বলেছেন, ‘‘আজকের দুনিয়ায় আমরা আগের থেকে অনেক বেশি করে স্বাচ্ছন্দ্য ও ভালবাসা খুঁজছি৷ এই ছবিতে নির্গত হওয়া ধোয়াঁর আলিঙ্গন, সোনালি আলো তুলে ধরেছে বিষয়বস্তুকে৷’’ আগুনের ফুলকি থেকেও প্রায় কাবাবের সুগন্ধ পাওয়া যাচ্ছে৷ মনে করেন ক্যারোলিন৷ ছবি থেকেই পাওয়া যাচ্ছে উষ্ণ ও সুস্বাদু সুবাস৷
আরও পড়ুন : সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত-কোন সময়পর্ব সঙ্গমের জন্য আদর্শ?
এই প্রতিযোগিতায় ৬০ টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন৷ লাইভ স্ট্রিমড অনুষ্ঠানে ঘোষণা করা হয় পুরস্কারের৷