Healthy Lifestyle: সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত-কোন সময়পর্ব সঙ্গমের জন্য আদর্শ?

Last Updated:
Healthy Lifestyle: সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত-কোন সময়পর্ব সঙ্গমের জন্য আদর্শ?
1/5
যৌনতা যে কোনও সম্পর্কের তৃপ্তির অন্যতম মাত্রা, সে কথা একবাক্যে স্বীকার করেন বিশেষজ্ঞরা৷ তবে এক জুটি থেকে অন্য জুটির ক্ষেত্রে শরীরিক সম্পর্কের সময় পরিবর্তিত হয়৷ কিন্তু কখন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত-কোন সময়পর্ব সঙ্গমের জন্য আদর্শ?
যৌনতা যে কোনও সম্পর্কের তৃপ্তির অন্যতম মাত্রা, সে কথা একবাক্যে স্বীকার করেন বিশেষজ্ঞরা৷ তবে এক জুটি থেকে অন্য জুটির ক্ষেত্রে শরীরিক সম্পর্কের সময় পরিবর্তিত হয়৷ কিন্তু কখন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা নাকি রাত-কোন সময়পর্ব সঙ্গমের জন্য আদর্শ?
advertisement
2/5
বিশেষজ্ঞদের মতে, শারীরিক সম্পর্কে ভেসে যাওয়ার সময় সেরকম কোনও আদর্শ সময় হতে পারে না৷ এটা সম্পূর্ণ নির্ভর করে যাঁরা যৌনতায় লিপ্ত হবেন, তাঁদের উপর৷
বিশেষজ্ঞদের মতে, শারীরিক সম্পর্কে ভেসে যাওয়ার সময় সেরকম কোনও আদর্শ সময় হতে পারে না৷ এটা সম্পূর্ণ নির্ভর করে যাঁরা যৌনতায় লিপ্ত হবেন, তাঁদের উপর৷
advertisement
3/5
শারীরিক সম্পর্কের অন্যতম অনুঘটক মানসিক অবস্থাও৷ দু’জনের মন প্রস্তুত থাকলে তবেই যৌনতা পরিপূর্ণ হয়ে ওঠে৷ একজন কী চাইছেন, সেটা বুঝতে হবে আর একজনকে৷
শারীরিক সম্পর্কের অন্যতম অনুঘটক মানসিক অবস্থাও৷ দু’জনের মন প্রস্তুত থাকলে তবেই যৌনতা পরিপূর্ণ হয়ে ওঠে৷ একজন কী চাইছেন, সেটা বুঝতে হবে আর একজনকে৷
advertisement
4/5
ব্যস্ত সময়ে কাজের চাপে অনেক সময় শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই৷ তাই যে সময়ে দু’জনের মন ও শরীর সায় দেবে, সে সময়েই যৌন সম্পর্ক হওয়া উচিত৷ নয়তো স্বতঃস্ফূর্ততার বদলে বাধ্যবাধকতার প্রশ্ন চলে আসতে পারে৷
ব্যস্ত সময়ে কাজের চাপে অনেক সময় শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই৷ তাই যে সময়ে দু’জনের মন ও শরীর সায় দেবে, সে সময়েই যৌন সম্পর্ক হওয়া উচিত৷ নয়তো স্বতঃস্ফূর্ততার বদলে বাধ্যবাধকতার প্রশ্ন চলে আসতে পারে৷
advertisement
5/5
বিশেষজ্ঞদের মতে, শারীরিক সম্পর্ক মানেই ইন্টারকোর্স নয়৷ তার বদলে হতে পারে দু’জনের সম্মতিতে স্বমেহনও৷ ইন্টারকোর্সের বদলে হতে পারে ‘আউটারকোর্স’, যা কার্যত ফোর প্লে-এর নামান্তর৷ বিশেষজ্ঞদের মতে, দু’জনের সায় থাকলে আদিরসাত্মক যে কোনও কিছুই হয়ে উঠতে পারে উপভোগ্য৷
বিশেষজ্ঞদের মতে, শারীরিক সম্পর্ক মানেই ইন্টারকোর্স নয়৷ তার বদলে হতে পারে দু’জনের সম্মতিতে স্বমেহনও৷ ইন্টারকোর্সের বদলে হতে পারে ‘আউটারকোর্স’, যা কার্যত ফোর প্লে-এর নামান্তর৷ বিশেষজ্ঞদের মতে, দু’জনের সায় থাকলে আদিরসাত্মক যে কোনও কিছুই হয়ে উঠতে পারে উপভোগ্য৷
advertisement
advertisement
advertisement