TRENDING:

'তোমার UPI দাও, বিলটা ভাগ করে নিই', ডেটে প্রত্যাখ্যানের পর তরুণী যা বললেন সমাজমাধ্যমে শোরগোল

Last Updated:

তরুণীর ডেটের পর প্রত্যাখ্যানের সৌজন্যমূলক জবাব ও বিল ভাগ করার প্রস্তাব ইন্টারনেটে ভাইরাল, নেটিজেনরা তাঁকে “Queen” বলে প্রশংসা করছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডেটের পর প্রত্যাখ্যান—যে কারও কাছেই মানসিকভাবে কষ্টকর অভিজ্ঞতা। কেউ হয়তো কেঁদে ফেলে, কেউ আবার বারবার ভাবে নিজের দোষটা কোথায় ছিল। কিন্তু এক তরুণী এই ‘রিজেকশন’-কে পরিণত করলেন একেবারে পাওয়ার মুভে—যা এখন গোটা ইন্টারনেটের প্রশংসা কুড়োচ্ছে।
News18
News18
advertisement

সম্প্রতি Reddit-এ “Well…” শিরোনামে এক পোস্টে তিনি শেয়ার করেন ডেটের পরের অভিজ্ঞতা। পোস্টের সঙ্গে দেওয়া স্ক্রিনশটে দেখা যায়, ডেটের পরের দিন তিনি ছেলেটিকে মেসেজ করেছিলেন—“How it’s going?” ছেলেটি বিনয়ের সঙ্গে রিপ্লাই দেয়, “Hey, thanks again for yesterday – I genuinely enjoyed our time together.” কিন্তু এরপর জানায় যে, সে মনে করে তাঁদের ব্যক্তিত্ব একে অপরের সঙ্গে তেমন মানাচ্ছে না।

advertisement

নিউটাউনের ফ্ল্যাটে খুন করে পরের ৭ ঘণ্টায় দেহ সরানো… স্বর্ণ ব্যবসায়ী নিকেশে পুলিশের হাতে এল সিসিটিভি ফুটেজ! আরও বিপাকে বিডিও

শীত এলেই সাপেরা কোথায় ‘ভ্যানিশ’ হয়ে যায় জানেন? ঘুম নাকি জীবনই শেষ? বিজ্ঞানীরা যা বলছেন

ছেলেটির লেখা ছিল—

“After giving it some thought, I feel that our personalities might not be the best match in the long run. You’re a great person, and I wish you all the best in your journey ahead. Take care!”

advertisement

অর্থাৎ, সম্মান রেখেই প্রত্যাখ্যান করেছিল ছেলেটি। বেশিরভাগ মানুষ এমন অবস্থায় হয়তো চুপ করে যেতেন, অথবা ঠান্ডা জবাব দিতেন। কিন্তু ওই তরুণী করলেন একদম উলটো।

তিনি প্রথমে শান্তভাবে লিখলেন—“Hey, that’s ok.”

এরপরই এমন একটি লাইন যোগ করলেন, যা তাঁকে ইন্টারনেটে “কুইন” বানিয়েছে। লিখলেন—

“I wanted to know your UPI for splitting the bill.”

advertisement

অর্থাৎ, ছেলেটি তাঁকে প্রত্যাখ্যান করার পর তিনি সৌজন্যের সঙ্গে বললেন, বিলটা ভাগাভাগি করে দিই!

পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় অংশ তরুণীর এই জবাবকে “পরিণত, আত্মসম্মানপূর্ণ ও অসাধারণ” বলে প্রশংসা করেন।

এরপর তরুণী নিজেই পরিষ্কার করেন—ডেটের দিন বিলটি আসলে ছেলেটিই পরিশোধ করেছিলেন। তিনি কেবল পরে জানতে চেয়েছিলেন ইউপিআই আইডি, যেন নিজের অংশের টাকা ফেরত দিতে পারেন। কেউ যখন জিজ্ঞেস করে, “So my lady here paid the bill in full?” তখন তিনি উত্তর দেন,

advertisement

“No, he paid in full after agreeing we split it.”

একজন মন্তব্য করেন, “Chad move (rarely seen in a woman). Appreciate the step, OP.” আরেকজন সরাসরি লেখেন, “Queen.”

কিছুজন মজা করে বলেন, হয়তো ছেলেটির রিজেকশন বার্তাটা কোনও AI চ্যাটবট (GPT) লিখে দিয়েছে—“5-6 line likhne ke liye bhi GPT. God bless that person.”

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আরও দেখুন

যেমনই হোক, এই ঘটনায় একটাই জিনিস স্পষ্ট—প্রত্যাখ্যান সামলানোরও একটা রাজকীয় পদ্ধতি আছে। আর সেই পদ্ধতিটাই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং—“Split the bill, not your self-respect.”

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'তোমার UPI দাও, বিলটা ভাগ করে নিই', ডেটে প্রত্যাখ্যানের পর তরুণী যা বললেন সমাজমাধ্যমে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল