TRENDING:

এ যে এক অনন্য প্রেমকাহিনি... মুরগি আর ময়ূরের মিলনে জন্ম নিল অদ্ভুত-দর্শন শাবক ! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল উঠছে নেটপাড়ায়

Last Updated:

Murgi-Morog Love Story: আসলে এই শাবকগুলির শরীর অনেকটা মুরগির মতো। কিন্তু তাদের দেহে ময়ূরের রঙিন পালকের মতো অংশও দেখা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আজকাল নানা ধরনের অনন্য এবং মজাদার বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যার জেরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। আসলে সেই ভিডিও-তে দাবি করা হয়েছে যে, একটি ময়ূর এবং একটি মুরগির মিলনের ফলে অদ্ভুত-দর্শন শাবক জন্ম নিয়েছে। আসলে এই শাবকগুলির শরীর অনেকটা মুরগির মতো। কিন্তু তাদের দেহে ময়ূরের রঙিন পালকের মতো অংশও দেখা যাচ্ছে। আর এই দৃশ্যটি এতটাই মজাদার যে, এটি দেখার পর যেন কারও হাসি থামতেই চাইছে না! তবে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। News18 এই ভিডিওটির সত্যতা অবশ্য যাচাই করেনি।
মুরগি আর ময়ূরের মিলনে জন্ম নিল অদ্ভুত-দর্শন শাবক !
মুরগি আর ময়ূরের মিলনে জন্ম নিল অদ্ভুত-দর্শন শাবক !
advertisement

আরও পড়ুন– ৫ সুপারস্টার চুটিয়ে রোম্যান্স করেছেন দুই বোনের সঙ্গে, একজনের সঙ্গে তো আবার ১ মিনিটের চুম্বন দৃশ্যও রয়েছে !

ভিডিওটিতে মুরগির ডিম থেকে জন্ম নেওয়া কিছু শাবককে দেখানো হয়েছে, যাদের দেহ মুরগির মতোই। কিন্তু শাবকদের মধ্যে একটির দেহে ময়ূরের রঙিন পালকের মতো কোনও অংশ দেখা যাচ্ছে। ভিডিও-তে এই অদ্ভুত-দর্শন শাবকদের ইতিউতি ছুটে বেড়াতে দেখা যাচ্ছে এবং তাদের অদ্ভুত-দর্শন চেহারা দেখে যেন সবার চোখেই রীতিমতো ধাঁধা লেগে গিয়েছে। কিন্তু ময়ূর এবং মুরগির মিলন কি সত্যিই সম্ভব? জীববিজ্ঞান অনুযায়ী, ময়ূর (Pavo Cristatus) এবং মুরগি (Gallus gallus Domesticus) ভিন্ন প্রজাতি। আর তাদের মিলনের জেরে সন্তান জন্মানো প্রায় অসম্ভবই বলা যেতে পারে।

advertisement

ভিডিও দেখতে ক্লিক করুন–> VIDEO

আরও পড়ুন– ছয় মাসে হারিয়েছেন বাবা আর ভাই, প্রতিদিন ১৫০ টাকা মজুরিতে বালি বোঝাইয়ের কাজ করেছেন, এখন ভারতের পেস বোলিংয়ের আশা আকাশ দীপ

ভিডিওটি এডিট করা:

ভিডিওটি দেখার পর বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন যে, এই ভিডিওটি মজা বা বিনোদনের জন্য তৈরি করা হতে পারে। এমনও হতে পারে যে, কেউ কৃত্রিম ভাবে ময়ূরের পালকটি মুরগির গায়ে লাগিয়ে দিয়েছে, যাতে এটি অন্যরকম এবং মজাদার দেখায়। তবুও এই ভিডিওটি প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচুর চর্চাও হচ্ছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওটিতে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “ময়ূর ভাই মুরগিটিকে ফুঁসলে নিয়েছিল এবং এটিই তার ফলাফল! প্রকৃতিও কিন্তু রসিকতা করতে পারে!”

advertisement

ভিডিওটি পছন্দ করেছেন প্রচুর মানুষ:

ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আসলে এর ভিউ লক্ষ লক্ষ পার করে গিয়েছে ইতিমধ্যেই। আর তা অসংখ্যবার শেয়ারও করা হয়েছে। যদিও এই ভিডিওটি মজাদার। তবুও এর বিষয়বস্তুর সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আসলে আজকালকার যুগে ডিপফেক এবং এডিটিং টুলের সাহায্যে যে কোনও ভিডিও তৈরি করা যায়। তাই সব কিছুর উপর চোখ বুজে বিশ্বাস করা উচিত নয়। ফলে মনে করা হচ্ছে যে, এই ভিডিওটি বিনোদনের জন্য তৈরি করা হতে পারে। যদিও ময়ূর এবং মুরগির মিলন বৈজ্ঞানিক ভাবে সম্ভব নয়। তবুও প্রকৃতিতে অনেক সময় এমন আশ্চর্যজনক দৃশ্য দেখা যায়, যা আমাদের হাসায় এবং সেই সঙ্গে মনে ভাবনারও জন্ম দেয়।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
এ যে এক অনন্য প্রেমকাহিনি... মুরগি আর ময়ূরের মিলনে জন্ম নিল অদ্ভুত-দর্শন শাবক ! ভাইরাল ভিডিও দেখে হাসির রোল উঠছে নেটপাড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল