TRENDING:

নিজে ভিক্ষে করেন স্টেশনে, ছেলেকে পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলে! কোটিপতি ভিখারি

Last Updated:

Crorepati Beggar: কোটিপতি ভিখারি। ছেলে পড়ে ইংরেজি মাধ্যম স্কুলে। রোজ যা উপার্জন, অনেকেই লজ্জায় পড়ে যাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাটনা: এখনও অবধি আপনি নিশ্চয়ই অনেক ভিক্ষুককে স্টেশন বা বাস স্টপেজে দেখেছেন ভিক্ষে করতে। যাঁরা ভিক্ষে করেন তাঁদের মধ্যে অনেকেই পেট ভরে খাবার খেয়ে জীবনযাপন করতে পারেন না। তবে বিহারে এই ভিখারির কথা আলাদা।
advertisement

তিনি কেবল নামেই ভিখারি। তাঁর জীবনযাপন ধনীদের মতোই। এই ভিখারির সামনে অনেকেরই নিজেকে ভিখারি মনে হতে পারে। বিহারের যে ভিখারির কথা আমরা বলছি তাঁর নাম পাপ্পু কুমার। পাটনা রেলস্টেশনে ভিক্ষা করেন পাপ্পু কুমার। তিনি পাটনার কোটিপতি ভিকারি। ব্যাংকে তাঁর কোটি কোটি টাকা জমা রয়েছে।

জানলে অবাক হবেন, পাপ্পু ভিখারির ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছে। তথ্য অনুযায়ী, এই ভিখারির কাছে পিএনবি, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা এবং এলাহাবাদ ব্যাঙ্কের এটিএম কার্ড রয়েছে।

advertisement

আরও পড়ুন- করোনার পর এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা! কোভিডের থেকে ২০ গুণ ভয়ঙ্কর!

পাপ্পু ভিখারি ১.২৫ কোটি টাকার মালিক। পাটনা রেলস্টেশনে ভিক্ষা করেন তিনি বহুদিন ধরে। পাপ্পু প্রতি বছর লাখ লাখ টাকা আয় করে। তাঁর পাটনায় দুটি জায়গায় জমি রয়েছে। ভিখারি পাপ্পুর হাজার বা লাখে নয়, কোটি টাকার সম্পত্তি রয়েছে।

advertisement

পাপ্পুর দাবি, তিনি ইঞ্জিনিয়ারিং পাস করতে চেয়েছিলেন। কিন্তু একদিন বাড়িতে রাগ করে মুম্বাই পালিয়ে যান। মুম্বাইয়ে কয়েকদিন থাকার পর তিনি একদিন ট্রেনে ভ্রমণ করছিলেন। তখন তিনি ট্রেন থেকে পড়ে যান।  দুর্ঘটনায় তাঁর দুটো পা কাটা পড়ে। ততদিনে তাঁর জমানো সমস্ত টাকাও শেষ হয়ে যায়। পাপ্পু জানান, একদিন তিনি মুম্বাই রেলস্টেশনে ভিক্ষা করতে শুরু করেন। পাপ্পু দেখেন, ভিক্ষে করে বেশ ভাল টাকা উপার্জন করছেন তিনি।

advertisement

আরও পড়ুন- দেশের সবথেকে পুরনো এই রেলস্টেশন ভারতীয় রেলের ইতিহাসকে সমৃদ্ধ করেছে

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

পাপ্পু এর পর মুম্বাই রেলস্টেশনে প্রতিদিন ভিক্ষা করতে শুরু করেন।কোনওদিন ১০০০, কখনও দৈনিক ৭০০,৮০০ টাকা রোজগার করতেন তিনি। এর পর পাপ্পু মুম্বাই ছেড়ে পাটনায় এসে রেলস্টেশনে ভিক্ষে করতে শুরু করেন। পাটনায় এখন তিনি পাপ্পু ভিখারি নামে পরিচিত।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নিজে ভিক্ষে করেন স্টেশনে, ছেলেকে পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলে! কোটিপতি ভিখারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল