করোনার পর এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা! কোভিডের থেকে ২০ গুণ ভয়ঙ্কর!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Disease X: করোনার পর হানা দিতে পারে এই ভাইরাস। কোভিডের থেকে ২০ গুণ বেশি ক্ষতিকর।
অনেকেই এখন বলেন, পৃথিবী করোনার আগে একরকম ছিল, করোনার পর আরেকরকম হয়েছে। কথাটা যে অমূলক নয়, তা আপনিও হয়তো এর বাক্যে স্বীকার করে নেবেন!
advertisement
করোনার জেরে বহু মানুষের বড় ক্ষতি হয়েছে। অনেকেরই জীবন বদলে দিয়েছে করোনা মহামারী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়েছেন।
advertisement
বিজ্ঞানীরা অবশ্য বলেছেন, করোনাতেই শেষ নয়। আরও ভাইরাস হানা হতে পারে পৃথিবীতে। ফলে এখনই মানবডাতির সাবধান হওয়া ছাড়া গতি নেই।
advertisement
দাবোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে এক জায়গায় হয়েছেন বহু রাষ্ট্রনেতা। সেখানে Disease X নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে, করোনার পর এই ভাইরাস নিয়ে সব থেকে বেশি ভয়।
advertisement
করোনার থেকে ২০ গুণ ভয়ঙ্কর Disease X. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস ইতিমধ্যে একটি বিশেষজ্ঞদের প্যানেল গঠন করেছেন। সেই প্যানেল ঠিক করবে, ডিজিজ এক্স হানা দিলে কীভাবে মোকাবিলা করা হবে।
advertisement
ওষুধ ও ভ্যাকসিনের উপর সব থেকে বেশি জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার কোনও অস্ত্র নেই কারও হাতে।
advertisement
পশ্চিম আফ্রিকায় ২০১৪-য় ইবোলা মহামারীর পরে ডিজিজ X এর প্রস্তুতি শুরু হয়েছিল। পরবর্তীকালে, WHO করোনাভাইরাস, ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার, ইবোলা ভাইরাস ডিজিজ এবং মারবার্গ ভাইরাস ডিজিজ, লাসা ফিভার, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (MERS) এবং SARS, নিপাহ, হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ফিভার, জিকার মতো ভাইরাসজনিত রোগের ঘোষণা করেছিল।