করোনার পর এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা! কোভিডের থেকে ২০ গুণ ভয়ঙ্কর!

Last Updated:
Disease X: করোনার পর হানা দিতে পারে এই ভাইরাস। কোভিডের থেকে ২০ গুণ বেশি ক্ষতিকর।
1/7
অনেকেই এখন বলেন, পৃথিবী করোনার আগে একরকম ছিল, করোনার পর আরেকরকম হয়েছে। কথাটা যে অমূলক নয়, তা আপনিও হয়তো এর বাক্যে স্বীকার করে নেবেন!
অনেকেই এখন বলেন, পৃথিবী করোনার আগে একরকম ছিল, করোনার পর আরেকরকম হয়েছে। কথাটা যে অমূলক নয়, তা আপনিও হয়তো এর বাক্যে স্বীকার করে নেবেন!
advertisement
2/7
করোনার জেরে বহু মানুষের বড় ক্ষতি হয়েছে। অনেকেরই জীবন বদলে দিয়েছে করোনা মহামারী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়েছেন।
করোনার জেরে বহু মানুষের বড় ক্ষতি হয়েছে। অনেকেরই জীবন বদলে দিয়েছে করোনা মহামারী। বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে প্রিয়জনকে হারিয়ে অসহায় হয়েছেন।
advertisement
3/7
বিজ্ঞানীরা অবশ্য বলেছেন, করোনাতেই শেষ নয়। আরও ভাইরাস হানা হতে পারে পৃথিবীতে। ফলে এখনই মানবডাতির সাবধান হওয়া ছাড়া গতি নেই।
বিজ্ঞানীরা অবশ্য বলেছেন, করোনাতেই শেষ নয়। আরও ভাইরাস হানা হতে পারে পৃথিবীতে। ফলে এখনই মানবডাতির সাবধান হওয়া ছাড়া গতি নেই।
advertisement
4/7
দাবোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে এক জায়গায় হয়েছেন বহু রাষ্ট্রনেতা। সেখানে Disease X নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে, করোনার পর এই ভাইরাস নিয়ে সব থেকে বেশি ভয়।
দাবোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে এক জায়গায় হয়েছেন বহু রাষ্ট্রনেতা। সেখানে Disease X নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে, করোনার পর এই ভাইরাস নিয়ে সব থেকে বেশি ভয়।
advertisement
5/7
করোনার থেকে ২০ গুণ ভয়ঙ্কর Disease X. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস ইতিমধ্যে একটি বিশেষজ্ঞদের প্যানেল গঠন করেছেন। সেই প্যানেল ঠিক করবে, ডিজিজ এক্স হানা দিলে কীভাবে মোকাবিলা করা হবে।
করোনার থেকে ২০ গুণ ভয়ঙ্কর Disease X. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস ইতিমধ্যে একটি বিশেষজ্ঞদের প্যানেল গঠন করেছেন। সেই প্যানেল ঠিক করবে, ডিজিজ এক্স হানা দিলে কীভাবে মোকাবিলা করা হবে।
advertisement
6/7
ওষুধ ও ভ্যাকসিনের উপর সব থেকে বেশি জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার কোনও অস্ত্র নেই কারও হাতে।
ওষুধ ও ভ্যাকসিনের উপর সব থেকে বেশি জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার কোনও অস্ত্র নেই কারও হাতে।
advertisement
7/7
পশ্চিম আফ্রিকায় ২০১৪-য় ইবোলা মহামারীর পরে ডিজিজ X এর প্রস্তুতি শুরু হয়েছিল। পরবর্তীকালে, WHO করোনাভাইরাস, ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার, ইবোলা ভাইরাস ডিজিজ এবং মারবার্গ ভাইরাস ডিজিজ, লাসা ফিভার, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (MERS) এবং SARS, নিপাহ, হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ফিভার, জিকার মতো ভাইরাসজনিত রোগের ঘোষণা করেছিল।
পশ্চিম আফ্রিকায় ২০১৪-য় ইবোলা মহামারীর পরে ডিজিজ X এর প্রস্তুতি শুরু হয়েছিল। পরবর্তীকালে, WHO করোনাভাইরাস, ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার, ইবোলা ভাইরাস ডিজিজ এবং মারবার্গ ভাইরাস ডিজিজ, লাসা ফিভার, মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (MERS) এবং SARS, নিপাহ, হেনিপাভাইরাল ডিজিজ, রিফ্ট ভ্যালি ফিভার, জিকার মতো ভাইরাসজনিত রোগের ঘোষণা করেছিল।
advertisement
advertisement
advertisement