TRENDING:

Crocodile Terror: ড্রেনে জোড়া কুমির! ভয়ে ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের, দেখুন সেই ভিডিও

Last Updated:

Crocodile Terror: এলাকার সমাজসেবক প্রগট সিংয়ের টিম ৫ ঘণ্টা ধরে পরিশ্রম করে উদ্ধার অভিযান চালিয়ে কুমিরগুলোকে ধরে। বর্তমানে, কুমিরগুলোকে বন্যপ্রাণী বিভাগের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুরুক্ষেত্র: হরিয়ানার কুরুক্ষেত্রের  পিহোয়া গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। যা সাধারণ মানুষের মনে চরম আতঙ্কের সৃষ্টি করে৷ আতঙ্কের কেন্দ্রে রয়েছে দুটি কুমির। সেগুলোকে উদ্ধার করার পর এখন লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
ড্রেনে জোড়া কুমির! ভয়ে এই এলাকায় ঘুম উড়ল স্থানীয়দের, দেখুন ভিডিও
ড্রেনে জোড়া কুমির! ভয়ে এই এলাকায় ঘুম উড়ল স্থানীয়দের, দেখুন ভিডিও
advertisement

সমাজসেবক গোতাখোর প্রগট সিংয়ের টিম ৫ ঘণ্টা ধরে পরিশ্রম করে উদ্ধার অভিযান চালিয়ে কুমিরগুলোকে আটক করে। বর্তমানে, কুমিরগুলোকে বন্যপ্রাণী বিভাগের টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!

গোতাখোর প্রগট সিং জানিয়েছেন, পিহোয়া উপমণ্ডলের একটি ডেরায় বসবাসকারী পরিবার এবং ছোট ছোট শিশুদের মধ্যে ভয় ছিল। কারণ, আশেপাশের ড্রেনে দুটি কুমির থাকার খবর পাওয়া গিয়েছিল। পরিবারটি ইন্টারনেট থেকে কুমির ধরার জন্য তাদের মোবাইল নম্বর নিয়ে যোগাযোগ করে এবং রাতে প্রায় ৫ ঘণ্টার তল্লাশীর পর কুমিরগুলোকে আটক করা হয়। রাতে ড্রেনে নেমে কুমিরগুলিকে ধরার ব্যাপারটাও চ্যালেঞ্জিং ছিল৷ কিন্তু সাধারণ মানুষ নিজেদের জীবনের পরোয়া না করেই কাজটি করে৷

advertisement

আরও পড়ুন: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর…

কুমিরগুলি উদ্ধারের জন্য সবার আগে ড্রেনের জল বাইরে ফেলতে হত৷ আর ড্রেনের এই জল বের করার জন্য প্রায় ১৮,০০০ টাকা খরচ হয়েছে বলে খবর৷ কিন্তু পরিবারটির সুরক্ষা এবং মুখে হাসির চেয়ে এটি কিছুই নয়। এই সময় অনেক লোকও সেখানে উপস্থিত ছিলেন। গোতাখোর প্রগট সিংয়ের টিম প্রথমে ড্রেন থেকে জল বের করে দেয়, তারপর কুমিরগুলোকে ধরতে সক্ষম হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

কুমিরগুলির সাইজ কেমন ছিল? জানা গিয়েছে, সেগুলির আকার বিশেষ বড় না হওয়ার কারণে তেমন সমস্যা হয়নি স্থানীয় বাসিন্দারের৷ সেগুলিকে আপাতত বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷ গোটা ঘটনায় কেউ আহত হয়নি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Crocodile Terror: ড্রেনে জোড়া কুমির! ভয়ে ঘুম উড়ল স্থানীয় বাসিন্দাদের, দেখুন সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল