TRENDING:

চলন্ত ট্রেনের দরজায় এ কী লজ্জাজনক 'কাজ'...? চমকে দেওয়া 'রিল' বানালেন দম্পতি! ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল!

Last Updated:

Couple Viral Video: সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে এক দম্পতিকে রিল বানাতে দেখা গিয়েছে। যা দেখে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাপল ভাইরাল ভিডিও: রিল আজকাল মানুষের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ফেসবুক, ইন্সটাগ্রাম, সর্বত্র সোশ্যাল মিডিয়ায় রিল বানানোর উন্মাদনা এখন তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেতে মানুষ যে কোনও প্রান্তে যেতে প্রস্তুত।
চলন্ত ট্রেনের দরজায় এ কী 'কীর্তি'!
চলন্ত ট্রেনের দরজায় এ কী 'কীর্তি'!
advertisement

সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে এক দম্পতিকে রিল বানাতে দেখা গিয়েছে। ভিডিওটি দেখে বোঝা যায় যে এটি শুধুমাত্র বিনোদনের জন্য করা একটি স্টান্ট নয়, এটি আসলে চরম অবহেলার উদাহরণ এবং নিজের জীবনকে ঝুঁকিতে ফেলারও উদাহরণ।

আরও পড়ুন: ছেঁড়া শাড়ি পরে বাসন বিক্রি করত…, গলিতে গলিতে চলত ‘শিকারের’ খোঁজ! তারপরেই সারত ‘সেই’ কাজ! পুরো ঘটনা শুনলেই ‘গা-হিম’!

advertisement

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই এই ভিডিও দেখে স্তম্ভিত। এই ভাবে ট্রেনের দরজায় ভিডিও করাকে দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করছেন নেটিজেনদের একাংশ।

আরও পড়ুন: ভারতের ‘১ টাকা’ কোন দেশে ‘২০০’ টাকার সমান জানেন…? ‘নাম’ শুনলেই চমকাবেন!

চলন্ত ট্রেনের গেটে দম্পতির ভিডিও

advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে রিল তৈরি করছেন এক দম্পতি। ভিডিওতে দেখা যাচ্ছে দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছেন, কখনও ক্যামেরার দিকে আবার কখনও একে অপরের দিকে তাকাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন: ভারতে কবে চালু হবে ‘প্রথম’ হাইড্রোজেন ট্রেন…? দেশবাসীর জন্য এল বিরাট ‘আপডেট’! জেনে নিন দিনক্ষণ থেকে রুট

advertisement

যদিও সেই মুহূর্তে কোনও অশ্লীল কাজ করেননি ওই দম্পতি। কিন্তু যে ভাবে এমন বিপজ্জনক স্টান্ট করা হয়েছে তা জীবনের ঝুঁকি নেওয়ারই শামিল। চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভিডিও করার সময় মুহূর্তের মধ্যে ঘটে যেতে পারত যে কোনও বড় দুর্ঘটনা। নেটিজেনরাও এই ভিডিও দেখে আনতে উঠেছেন। এ ধরনের কর্মকাণ্ডকে দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দাও জানিয়েছে একাংশ।

advertisement

মানুষের প্রতিক্রিয়া:

ভিডিওটি খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ইতিমধ্যেই দেখেছেন এই ভিডিও। এ নিয়ে নানা মহল থেকে নানা ধরনের প্রতিক্রিয়া আসছে। একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন, “সুবুদ্ধি না হলে জীবন হারাবে।”

আরও পড়ুন: ‘পৃথিবীর’ কোন ‘পাখির’ ডানা নেই বলুন তো…? প্রশ্ন শুনেই চুল ছিঁড়ছেন? চমকে দেবে ‘উত্তর’!

অপর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এভাবে নিজের জীবনের ঝুঁকি নেবেন না।” এই ভিডিওটি দেখার পর অনেকেই চিন্তিত হয়ে বলন যে এই ধরনের স্টান্ট করা শুধু বিপজ্জনকই নয়, অন্যদের কাছেও ভুল বার্তা দেয়।”

বিপজ্জনক প্রবণতা এবং সচেতনতার প্রয়োজন:

এই ধরনের ভিডিও দেখে এটা স্পষ্ট যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ তাদের নিরাপত্তাকে উপেক্ষা করছে। ট্রেনে বা অন্যান্য পাবলিক প্লেসে এই ধরনের স্টান্ট করা কোনও অপ্রীতিকর ঘটনাকে আমন্ত্রণ জানানোরই মতো।

আরও পড়ুন: পালাবার পথ পাবে না ‘ইঁদুরকূল’…! খাঁচা-বিষ ছাড়ুন! ইঁদুর থেকে মুক্তির ‘এটিই’ মহাবাণ! রাতে ঘরে দিলেই শান্তির ঘুম নিশ্চিত

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জনগণকে এই ধরনের বিপজ্জনক প্রবণতা এড়াতে হবে এবং অপরকে এটি সম্পর্কে সচেতন করাও জরুরি। মজা করার জন্য জীবনকে ঝুঁকিপূর্ণ করা কেবল দায়িত্বজ্ঞানহীন কাজই নয়, অন্যদের জন্য একটি খারাপ উদাহরণও স্থাপন করে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
চলন্ত ট্রেনের দরজায় এ কী লজ্জাজনক 'কাজ'...? চমকে দেওয়া 'রিল' বানালেন দম্পতি! ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ভাইরাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল