Rat: পালাবার পথ পাবে না 'ইঁদুরকূল'...! খাঁচা-বিষ ছাড়ুন! ইঁদুর থেকে মুক্তির 'এটিই' মহাবাণ! রাতে ঘরে দিলেই শান্তির ঘুম নিশ্চিত

Last Updated:
Rat: আপনি কি ঘরে ইঁদুরের উপদ্রবে অস্থির? যেখানে যা পাচ্ছে কেটে নিচ্ছে? আর ইঁদুর মারা বিষ এনে এনে আপনিও ক্লান্ত? তাহলে আজ এই প্রতিবেদনটি আপনার জন্য।
1/9
আপনি কি ঘরে ইঁদুরের উপদ্রবে অস্থির? যেখানে যা পাচ্ছে কেটে নিচ্ছে? আর ইঁদুর মারা বিষ এনে এনে আপনিও ক্লান্ত? তাহলে আজ এই প্রতিবেদনটি আপনার জন্য।
আপনি কি ঘরে ইঁদুরের উপদ্রবে অস্থির? যেখানে যা পাচ্ছে কেটে নিচ্ছে? আর ইঁদুর মারা বিষ এনে এনে আপনিও ক্লান্ত? তাহলে আজ এই প্রতিবেদনটি আপনার জন্য।
advertisement
2/9
আজ এমন কিছু টোটকা শেয়ার করা যাক যেগুলি প্রাকৃতিক ভাবে ইঁদুর তাড়াতে অব্যর্থ। ইঁদুর কল ভুলে যাবেন আপনিও , যদি এই টোটকা একবার হাতে পান।
আজ এমন কিছু টোটকা শেয়ার করা যাক যেগুলি প্রাকৃতিক ভাবে ইঁদুর তাড়াতে অব্যর্থ। ইঁদুর কল ভুলে যাবেন আপনিও , যদি এই টোটকা একবার হাতে পান।
advertisement
3/9
এই প্রতিবেদনে উল্লেখিত 'ব্যবস্থাগুলি' ইঁদুরের হাত থেকে নিস্তার পেতে দুর্ধর্ষ কার্যকরী হতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, এই ব্যবস্থাগুলির মাধ্যমে আপনি ইঁদুর না মেরেই চিরতরে এই প্রাণীটির উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।
এই প্রতিবেদনে উল্লেখিত 'ব্যবস্থাগুলি' ইঁদুরের হাত থেকে নিস্তার পেতে দুর্ধর্ষ কার্যকরী হতে পারে। সবচেয়ে বড় বিষয় হল, এই ব্যবস্থাগুলির মাধ্যমে আপনি ইঁদুর না মেরেই চিরতরে এই প্রাণীটির উপদ্রব থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
4/9
ইঁদুর তাড়াতে এটি খুবই কার্যকরী একটি সমাধান। একটি পাত্রে তামাক মিশিয়ে তাতে অল্প পরিমাণ ঘি দিতে পারেন। এর ফলে ইঁদুররা তা খেয়ে ফেলবে এবং অস্থিরতার কারণে ছটফট করতে করতে ইঁদুরকূল নিঃশ্বাস নিতে ঘরের বাইরে ছুটতে শুরু করবে।
ইঁদুর তাড়াতে এটি খুবই কার্যকরী একটি সমাধান। একটি পাত্রে তামাক মিশিয়ে তাতে অল্প পরিমাণ ঘি দিতে পারেন। এর ফলে ইঁদুররা তা খেয়ে ফেলবে এবং অস্থিরতার কারণে ছটফট করতে করতে ইঁদুরকূল নিঃশ্বাস নিতে ঘরের বাইরে ছুটতে শুরু করবে।
advertisement
5/9
ইঁদুর কর্পূরের তীব্র গন্ধ পছন্দ করে না। এমতাবস্থায় ইঁদুরের হাত থেকে রেহাই পেতে বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূরের মণ্ড রেখে দিন।
ইঁদুর কর্পূরের তীব্র গন্ধ পছন্দ করে না। এমতাবস্থায় ইঁদুরের হাত থেকে রেহাই পেতে বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূরের মণ্ড রেখে দিন।
advertisement
6/9
ইঁদুর তাড়াতে আরেকটি জিনিসও অব্যর্থ। সেটি হল ফিটকিরি। না মেরে ইঁদুরকে বাড়ি ছাড়া করতে এই জিনিসটির জুড়ি মেলা ভার। এ জন্য এক টুকরো ফিটকিরি ভাল ভাবে জলে গুলে নিন। তারপর ইঁদুরের গর্ত, ওদের আস্তানা ও পথে স্প্রে করুন সেই জল। ফিটকিরির তীব্র গন্ধ এড়াতে ইঁদুরকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যাবে নিমেষের মধ্যে।
ইঁদুর তাড়াতে আরেকটি জিনিসও অব্যর্থ। সেটি হল ফিটকিরি। না মেরে ইঁদুরকে বাড়ি ছাড়া করতে এই জিনিসটির জুড়ি মেলা ভার। এ জন্য এক টুকরো ফিটকিরি ভাল ভাবে জলে গুলে নিন। তারপর ইঁদুরের গর্ত, ওদের আস্তানা ও পথে স্প্রে করুন সেই জল। ফিটকিরির তীব্র গন্ধ এড়াতে ইঁদুরকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যাবে নিমেষের মধ্যে।
advertisement
7/9
লাল লঙ্কার তীব্র গন্ধও ইঁদুরদের দূরে রাখে। ইঁদুরের প্রবেশ ও বের হওয়ার পথে কালো মরিচের গুঁড়া বা লাল লঙ্কার টুকরো ছিটিয়ে দিন। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যাতে এটি শিশু এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে থাকে। এটি করা মাত্রই ইঁদুররা অন্য জায়গা খুঁজতে শুরু করবে।
লাল লঙ্কার তীব্র গন্ধও ইঁদুরদের দূরে রাখে। ইঁদুরের প্রবেশ ও বের হওয়ার পথে কালো মরিচের গুঁড়া বা লাল লঙ্কার টুকরো ছিটিয়ে দিন। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন যাতে এটি শিশু এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে থাকে। এটি করা মাত্রই ইঁদুররা অন্য জায়গা খুঁজতে শুরু করবে।
advertisement
8/9
পুদিনার তীব্র গন্ধে ইঁদুর পালিয়ে যায়। তুলোর বল পুদিনার তেলে ভিজিয়ে ঘরের কোণে ও ফাটলে রাখুন। সপ্তাহে ১-২ বার তুলো বদলাতে থাকুন। এতে ইঁদুরগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে।
পুদিনার তীব্র গন্ধে ইঁদুর পালিয়ে যায়। তুলোর বল পুদিনার তেলে ভিজিয়ে ঘরের কোণে ও ফাটলে রাখুন। সপ্তাহে ১-২ বার তুলো বদলাতে থাকুন। এতে ইঁদুরগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে।
advertisement
9/9
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি।
দাবিত্যাগ: প্রিয় পাঠক, আমাদের প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুধুমাত্র আপনাদের সচেতন করার উদ্দেশ্যেই এই খবরটি লেখা হয়েছে। আমরা এই লেখায় ঘরোয়া প্রতিকার ও সাধারণ তথ্যের সাহায্য নিয়েছি।
advertisement
advertisement
advertisement