সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় আগুন ছাড়াই তৈরি হচ্ছে কফি। ভিডিওতে দেখা যাচ্ছে কোনও আগুন ছাড়াই বালিতেই তৈরি হচ্ছে কফি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয় নি।
আরও পড়ুন: হয়ে থাকে বাড়ির আশপাশেই! ডায়াবেটিস থেকে রক্তপাত, একাধিক রোগে উপকারী এই গাছ
ভিডিওতে দেখা যাচ্ছে, বালির মধ্যে একটি পাত্র রেখে সেটিকে ঘোরাচ্ছে এক ব্যক্তি। তারপরই গরম গরম কফি তৈরি হয়ে যাচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘ভাইরাল হগ’-এ পোস্ট করা হয়েছে সেই ভিডিও। তবে ওই বালির নিচে আগুন জ্বলছে কি না তা বলা যাচ্ছে না।
advertisement
ভিডিও দেখা গিয়েছে, একটি বড় চুল্লীর চারদিকে কার্ডবোর্ড বক্স দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার মধ্যে বালির রেখে সেই বালিতেই তৈরি হচ্ছে কফি।
প্রসঙ্গত এটি কোনও সাধারণ কফি নয়। এটি ‘টার্কিশ কফি’ বা ‘তুর্কি কফি’। ওয়াদি রম মরুভূমির বালি দিয়ে বানান হয় এই কফি।