ভাইরাল এই ভিডিওতে এই দুটি সাপকেই রাগে ফোঁস ফোঁস করতে দেখা যায়। কিন্তু, সাপ উদ্ধারকারী ব্যক্তি ওই বিষধর গোখরো সাপকে দেখেই অদ্ভুত এক কাণ্ড করে বসেন। ভিডিওতে দেখা যায়, বেশ শান্ত মনেই তাদের খুব যত্নে জল খাওয়াচ্ছেন ওই যুবক। এমন ভিডিও খুব কমই দেখা যায়। গোখরোকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে গণ্য করা হয়। কিন্তু সেই কেউটে সাপকেই দিব্যি মনের আনন্দে জল খাইয়ে ভাইরাল হলেন ওই অকুতোভয় যুবকটি।
advertisement
গ্রীষ্মকাল এলেই মানুষের পাশাপাশি বন্য প্রাণীরাও জলের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক ব্যক্তি খুব আহ্লাদের সঙ্গে দুটি রাগী কেউটে সাপকে বোতল করে জল দিচ্ছেন। জানা যাচ্ছে ভাইরাল এই ভিডিওটি কোরবা জেলার। জানা গিয়েছে, উদ্ধার হওয়া সাপগুলোকে জঙ্গলে ছেড়ে দিতে গিয়েছিলেন বন্যপ্রাণী উদ্ধারকারী দলের প্রধান, বন বিভাগের সদস্য জিতেন্দ্র সারথি।
তবে গোখরো অত্যন্ত বিষাক্ত সাপ। এই ভিডিওটি নিউজ 18 লোকাল -এ দেখে এই যুবকটিকে অনুকরণ করে এমন রিল তৈরি করতে সচেষ্ট না হওয়ার পরামর্শ দেব আমরা। বিপদের সঙ্গে না খেলার জন্য আমরা সকলকে সতর্ক করছি। বস্তুত, বিষাক্ত গোখরোকে জল দেওয়া ওই ব্যক্তিটি একজন প্রশিক্ষিত সাপ উদ্ধারকারী। তাঁকে অনুকরণ করে এই ধরণের দুঃসাহসিক কাজ করতে উদ্যত না হওয়াই কাম্য।