TRENDING:

DNA Test: মজা করেই ডিএনএ পরীক্ষা করেছিলেন তরুণী, রিপোর্ট দেখেই মাথায় হাত! জীবনটাই বদলে গেল

Last Updated:

বার বার সহকর্মীদের মুখে এই সমস্ত কথা শুনে কৌতূহলী হয়ে পড়েন ওই তরুণী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হেনান: নিছক মজাচ্ছলেই ডিএনএ টেস্ট করেছিলেন এক তরুণী৷ কিন্তু সেই ডিএনএ পরীক্ষার ফলাফলই তাঁর জীবনে এক অপ্রত্যাশিত মোড় এনে দিল৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চিনের হেনান অঞ্চলে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২৪ বছর বয়সি ওই তরুণী কৌতূহলবশতই ডিএনএ টেস্ট করিয়েছিলেন৷ সেই টেস্টেই তিনি জানতে পারেন, যাঁদের এতদিন নিজের বাবা-মা বলে জেনে এনেছেন, তাঁরা তাঁকে জন্ম দেননি৷

আরও পড়ুন:  ‘সঞ্জয় একা অভিযুক্ত, চার্জশিটে আমরা বলিনি!’ আদালতে সিবিআই-এর দাবিতে নতুন ইঙ্গিত?

কিন্তু কেন হঠাৎ ডিএনএ টেস্ট করাতে গেলেন ওই তরুণী? সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর সহকর্মীরা প্রায়শই তাঁকে বলতেন, তাঁকে দেখতে মোটেই উত্তর চিনের মানুষের মতো নয়৷ বরং দক্ষিণ চিনের বাসিন্দাদের সঙ্গে তাঁর মিল রয়েছে৷

advertisement

ওই তরুণী অবশ্য জানিয়েছেন, ছোট থেকেই তিনি উত্তর চিনের জিংজিয়াংয়ের হেনান প্রদেশে বড় হয়েছেন৷ তাঁর কথায়, সহকর্মীরা আমাকে বলত, আমার নাকটা চওড়া, ঠোঁট এবং চোখও তুলনামূলক ভাবে বড়৷ কোনওভাবেই আমাকে উত্তর চিনের মানুষের মতো দেখতে নয়৷

বার বার সহকর্মীদের মুখে এই সমস্ত কথা শুনে কৌতূহলী হয়ে পড়েন ওই তরুণী৷ নিজের বাবা-মাকে এ বিষয়ে প্রশ্ন করলেও অসলংগ্ন জবাব দিতে থাকেন তাঁরা৷ এতে তরুণীর সন্দেহ আরও বাড়ে৷ শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট করে তিনি জানতে পারেন, এতদিন যাঁদের নিজের বাবা-মা বলে জেনেছেন, তাঁদের সঙ্গে তাঁর জিনগত কোনও মিল নেই৷ বরং ডিএনএ পরীক্ষায় বিশ্লেষণ করে বলা হয়েছে, ওই তরুণীর দক্ষিণ চিনের গুয়াংঝি প্রদেশের মানুষের জিনগত মিল রয়েছে৷ এই তথ্য জানার পর স্বভাবতই ভেঙে পড়েন ওই তরুণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনা সামনে আসার পরই বহু মানুষ ইন্টারনেটে ওই তরুণীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন৷ তরুণীর আসল বাবা-মাকে খুঁজে বের করার ক্ষেত্রেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অনেকে৷ এরই মধ্যে দক্ষিণ চিনের বাসিন্দা এক মহিলা দাবি করেছেন, ওই তরুণী তাঁরই সন্তান৷ ২৪ বছর আগে কোনওভাবে যাকে হারিয়ে ফেলেছিলেন তিনি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
DNA Test: মজা করেই ডিএনএ পরীক্ষা করেছিলেন তরুণী, রিপোর্ট দেখেই মাথায় হাত! জীবনটাই বদলে গেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল