Sanjay Roy: 'সঞ্জয় একা অভিযুক্ত, চার্জশিটে আমরা বলিনি!' আদালতে সিবিআই-এর দাবিতে নতুন ইঙ্গিত?

Last Updated:

এই প্রথম বার মুখ খুলে সঞ্জয় দাবি করেছেন, তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে৷

আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়৷
আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়৷
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে বায়োলজিক্যাল তথ্যপ্রমাণ মিলেছে, তারই ভিত্তিতে সঞ্জয় রাইকে অভিযুক্ত বলা হয়েছে৷ সোমবার শিয়ালদহ আদালতে এমনই দাবি করল সিবিআই৷
সঞ্জয় যে একাই এই নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত তা তারা চার্জশিটে কোথাও বলেনি বলেও বিচারককে জানিয়েছেন সিবিআই-এর আইনজীবী৷ তিনি বলেন, ‘সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করে চার্জশিট দেওয়া হয়েছে । তার মানে এই নয় যে এখানেই তদন্ত শেষ হয়েছে। সঞ্জয় যে একা, এটা আমার চার্জশিটে বলিনি। এটার জন্যই তদন্ত চলছে।’
advertisement
advertisement
আরজি কর কাণ্ডে সঞ্জয় একা অভিযুক্ত কি না, তা নিয়েই প্রথম থেকে বিতর্ক চলছে৷ কলকাতা পুলিশের পর সিবিআই তদন্তেও এখনও পর্যন্ত এই ঘটনায় সঞ্জয় একা অভিযুক্ত বলেই এতদিন দাবি করা হয়েছে৷ তবে ধর্ষণ এবং খুনের ঘটনায় অন্য কেউ যুক্ত কি না, সেই খোঁজ যে এখনও চলছে, এ দিন আদালতে সিবিআই-এর বক্তব্যে তা স্পষ্ট হয়ে গেল৷
advertisement
এ দিনই সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে আদালতে৷ যদিও আদালতের বাইরে এই প্রথম বার মুখ খুলে সঞ্জয় দাবি করেছেন, তাঁকে এই মামলায় ফাঁসানো হচ্ছে৷ পুলিশের থেকে তাঁকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন সঞ্জয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Roy: 'সঞ্জয় একা অভিযুক্ত, চার্জশিটে আমরা বলিনি!' আদালতে সিবিআই-এর দাবিতে নতুন ইঙ্গিত?
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement