TRENDING:

Viral Video|| ১৬০ ফুট উঁচু ক্রেনে চলছিল লাইভ স্ট্রিমিং! ছিটকে পড়ে মৃত্যু জনপ্রিয় টিকটক স্টারের, ভাইরাল ভিডিও...

Last Updated:

Horrifying Video: ভিডিও করতে ১৬০ ফুট উঁচু ক্রেনে (crane) উঠেছিলেন। রেকর্ডিং করার সময় নিজেকে সামলাতে পারেননি। ক্রেন থেকে ছিটকে পড়ে মাত্র ২৩ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হল জনপ্রিয় টিকটক স্টারের (TikTok star)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভাইরাল: ভিডিও করতে ১৬০ ফুট উঁচু ক্রেনে (crane) উঠেছিলেন। রেকর্ডিং করার সময় নিজেকে সামলাতে পারেননি। ক্রেন থেকে ছিটকে পড়ে মাত্র ২৩ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হল জনপ্রিয় টিকটক স্টারের (TikTok star)। দুঃখের বিষয় পেশায় ক্রেন অপারেটর (crane operator) ছিলেন এই টিকটক স্টার (Social Media Influencer) তরুনী। মৃত্যুর সময়েও তাঁর হাতে মোবাইল ধরা ছিল, তাতে চলছিল লাইভ স্ট্রিমিং (livestream video)।
advertisement

টিকটকে কনটেন্ট ক্রিয়েটার (most popular content creators and TikTok artists) হিসেবে চিনের বাসিন্দা জাও কুমেই-য়ের (23-year-old Xiao Qiumei) জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। লক্ষাধিক ফলোয়ার রয়েছে অ্যাকাউন্টে। দুই সন্তানের মা জাও চিনের টিকটক Douyin-এ, @Xiaoquimei নামের অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন জীবনের নানা সাংসারিক কাজ, সন্তানদের সঙ্গে ভাগ করে নেওয়া মুহূর্ত থেকে কাজের জায়গায় তাঁর ভূমিকা...সবই ভিডিও আকারে তুলে ধরত। তাঁর নাচের ভিডিওতেও লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বাহবা দিতেন।  তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সকলে মুষড়ে পড়েন। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সকলে।

advertisement

ইংরাজী দৈনিক দ্য সানের রিপোর্ট অনুযায়ী, যে প্রত্যক্ষদর্শী জাও-কে ১৬০ ফুট উঁচু ক্রেন থেকে পড়তে দেখেন, তিনি বলেন, "২০ জুন বিকেল ৫.৪০ নাগাদ জাও যখন পড়ে যায়, তখনও তাঁর হাতে মোবাইল ধরা ছিল। তখন সন্ধ্যা হয়ে জাওয়ায় তাঁর সহকর্মীরা অনেকেই বাড়ি চলে গিয়েছিলে। আর ভিডিও করার জন্য সম্ভবত থেকে গিয়েছিলেন জাও।' স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, জাওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁর দেহে প্রাণ ছিল না। এরপর পরিবারের পক্ষ থেকে মৃত্যু নিশ্চিত করা হয়।  জানানো হয়, 'ভিডিও করার জন্য স্টান্ট করতে গিয়ে নয়, জাও পড়ে যান ভুল জায়গায় পা ফেলে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

তবে সে কথা কতটা যুক্তিগ্রাহ্য তা বিবেচ্য। কারণ, জাও যখন পড়ে যান, তখন তাঁর অ্যাকাউন্টে লাইভ স্ট্রিমিং চলছিল। সোশ্যাল মিডিয়ায় সেই মর্মান্তিক ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ভিডিওতে রয়েছেন জাও। তারপরের মুহূর্তেই পরে যাচ্ছেন তিনি। এবং তারপর সেই ভিডিও আবছা হয়ে যায়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video|| ১৬০ ফুট উঁচু ক্রেনে চলছিল লাইভ স্ট্রিমিং! ছিটকে পড়ে মৃত্যু জনপ্রিয় টিকটক স্টারের, ভাইরাল ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল