চীনের হুবেই প্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে পাঠরত তৃতীয় বর্ষের এক ছাত্রী ডর্ম রুমে একটি সন্তানের জন্ম দেন। যা আশচর্য হওয়ারই মতো। ঘটনার পরে তাঁর রুমমেট বলেন, “এটি তার প্রথম প্রসব নয়।” সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা গিয়েছে, ওই ছাত্রী তাঁর ফাইনাল পরীক্ষার কারণে ডর্মে থাকতে চেয়েছিলেন। তখনও কেউ বুঝতে পারেনি। সবাই ভেবেছিল উপরের বাঙ্কটি আরামদায়ক হওয়ায় সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিল। হঠাৎ করেই এক রাতে ব্যথা শুরু হয় মেয়েটির। তার রুমমেট রক্তের তীব্র গন্ধে ঘুম থেকে জেগে উঠে দেখে নিম্নাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। ততক্ষণে শিশুটির জন্ম হয়ে গিয়েছে। শিশুর ওজন ছিল ৪.৫ কেজি। দেখে ডাক্তাররা রীতিমতো অবাক হয়ে যান।
advertisement
তার রুমমেট জানায়, এটি তার প্রথম সন্তান নয়। তার আরেকটি সন্তান হয়েছে, তাই এই ধকল সে সামলাতে পেরেছে। সদ্য মা হওয়া ছাত্রী জানান, তিনি ভেবেছিলেন যে প্রসব দেরিতে হবে। তাই সকালে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করেন। তিনি আরও জানায়, “লাইট বন্ধ ছিল, সবাই ঘুমাচ্ছিল। আমি ভেবেছিলাম সময় আছে কিন্তু প্রসব সময়ের আগেই হয়ে যায়।” তবে আশার কথা ডাক্তারদের দ্রুত পদক্ষেপের কারণে, মা এবং নবজাতকের জীবন রক্ষা পেয়েছে। রক্তপাত নিয়ন্ত্রণ করা হয়েছে।