দেবীর রূপমহিমা যেমন অচিন্ত্য, তেমনই অপার্থিব নবরাত্রি উৎসবের স্বরূপ। এই উৎসবকে নয়টি ভাগে মূলত ভাগ করা হয়েছে নবদুর্গার একেকটি রূপের আরাধনার উদ্দেশ্যে। সেই রূপরাশি আমাদের জীবন সুখে এবং সম্পদে পরিপূর্ণ করে। কিন্তু তার জন্য এই নয়টি রাত সংযমে থাকতে হয়, নিষ্ঠাভরে আরাধনা করতে হয় নবদুর্গার। বলা হয়, একই সঙ্গে এই নবরাত্রি উৎসবের একেকটি দিনে একেকটি রঙ পরিধান করলে তা সর্বাপেক্ষা ফলদায়ক হয়। কেন না, এই রঙ দেবীর মহিমার দ্যোতক!
advertisement
দেখে নেওয়া যাক, চৈত্র নবরাত্রির কোন দিনে কোন রঙ পরলে ভালো হয়!
১৩ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি লাল রঙের বস্ত্র পরিধান করা বাঞ্ছনীয়।
১৪ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঘন নীল রঙের বস্ত্র পরলে সর্বসুখ লাভ হয়।
১৫ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথির রঙ হল হলুদ।
১৬ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সবুজ রঙের পোশাক পরা উচিত।
১৭ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ধূসর রঙের বস্ত্র পরিধান করলে দেবী তুষ্ট হন।
১৮ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কমলা রহের পোশাক পরা কাম্য।
১৯ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে দেবী আরাধনার পক্ষে প্রশস্ত রঙ হল সাদা।
২০ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিটির উদযাপনে বেছে নেওয়া উচিত গোলাপি রঙ।
২১ এপ্রিল, ২০২১
চৈত্রমাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবীর উপাসনা আকাশি রঙের পোশাক পরে করা কর্তব্য।