অরুণ রাঠোর জানিয়েছেন, এই বিল্ডিংটি ১৩০ বছরের পুরনো। ব্রিটিশ আমলে নির্মিত এই টানেলটি যুদ্ধের সময় ব্রিটিশরা নিজেদের সুরক্ষার জন্য নির্মাণ করেন। টানেলটি মুম্বাইয়ের সমুদ্রের সঙ্গে সংযুক্ত বলে অনুমান করা হয়েছে। টানেলের দৈর্ঘ্য ২০০ মিটার বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: নোনতা বিস্কুটের ধারে খাঁজ থাকে কেন জানেন? কারণ জানলে অবাক হবেন
advertisement
এই টানেলটি হাসপাতালের ডেলিভারি ওয়ার্ড থেকে শিশুদের ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত।টানেলের মধ্যে দেখা গিয়েছে বহু ছোট ছোট পিলার। মুম্বইয়ের বিখ্যাত জেজে হাসপাতাল একটি পুরনো সরকারি হাসপাতাল, এই হাসপাতালের ইতিহাস ১৭৫ বছরের পুরনো। দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য এটি শুধু মহারাষ্ট্রে নয় সারা দেশেই বিখ্যাত।
এর আগেও ২০১৬ সালে মুম্বাইয়ের মালাবার হিলে অবস্থিত রাজভবনে একটি ব্রিটিশ আমলের সুড়ঙ্গ পাওয়া গিয়েছিল, যেখানে ব্রিটিশরা তাদের রাজত্বকালে অস্ত্র রাখত।